পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবসায়ে বাঙালী d boe হেকার সমতা বাংলায় বেকার-সমস্যা দিন দিনই ভীষণতর হইয়া উঠিতেছে। অন্নবস্ত্রের সংস্থান করিতে না পারিয়া কেহ কেহ আত্মহত্যাও করিতেছে । ইহার আশু প্রতিকারের ব্যবস্থা না হইলে, “বেকারের আত্মহত্যা দৈনিক কাগজে নিত্য-নৈমিত্তিক খবর হইয়া দাড়াইবে । আমাদের হক-মন্ত্রিমণ্ডলী এদিকে কতটা সময় দিতে পারিতেছেন, জানি না । ‘ভাল ভাতের সমস্যাই আজি বড় সমস্যা—হক সাহেব যদি সে সমস্যার সমাধান করিয়া দিতে পারেন, তাহার কার্য্যকুশলতার পরিচয় হইবে ! যতদিন বাংলার বেকার-সমস্যার সমাধান না হইবে, ততদিন গবর্ণমেন্ট যতই কঠোরতা অবলম্বন করুন না কেন, দেশের অশাস্তি দূরীভূত হুইবে না ।