বিষয়বস্তুতে চলুন

পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
প্রথম সৰ্গ।
১৩

ম্ৰিয়মান হ’য়ে বুঝি পোড়েছে সে ফুল?
পেয়েছ কি যুবা কোন মনের মতন?
ভালবাসো, ভালবাসা করহ গ্রহণ;
তাহ’লে হৃদয় তব পাইবে জীবন নব,
উচ্ছ্বাসে উচ্ছ্বাসময় হেরিবে ভুবন।
মুরলা।—(স্বগত) বুঝিলেনা—বুঝিলেনা,—কবিগো এখনো 
 বুঝিলেনা এ প্রাণের কথা!
দেবতা গো বল দাও, এ হৃদয়ে বল দাও,
 পারি যেন লুকাতে এ ব্যথা।
জানি, কবি, ভাল তুমি বাস’নাক মোরে,
তা’ হ’লে এ মন তুমি চিনিবে কি কোরে?
একটুকু ভাল যদি বাসিতে আমারে,
তা’ হ’লে কি কোন কথা, এ মনের কোন ব্যথা
তোমার কাছেতে কবি লুকায়ে থাকিতে পারে?
তাহা হ’লে প্রতি ভাবে, প্রতি ব্যবহারে,
মুখ দেখে, আঁখি দেখে, প্রত্যেক নিশ্বাস থেকে
বুঝিতে যা’ গুপ্ত আছে বুকের মাঝারে।
প্রেমের নয়ন থেকে প্রেম কি লুকানো থাকে?
তবে থাক্, থাক্ সব, বুকে থাক্ গাঁথা—
বুক যদি ফেটে যায়—ভেঙ্গে যায়—চূরে যায়—
 তবু রবে লুকানো এ কথা,
দেবতাগো বল দাও—এ হৃদয়ে বল দাও
 পারি যেন লুকাতে এ ব্যথা!
কবি।—বহুদিন হ’তে, সখি, আমার হৃদয়