পাতা:ভদ্রার্জুন.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w ১০ই ੇ, অর্থাৎ, ৫ অঙ্ক ] [ ৪ সংযোগস্থল। জ্ঞানে নাহি পাপ ক্রিয়া করি কোন কাল । দাদা বলদেব কেন ইষ্টলেন কাল। মম প্রাণ প্রিয় ধনঞ্জয় কাল রূপ । তাহার বিপক্ষে দাদা হইল বিরূপ। যে অবধি পাৰ্থ বীরে নয়নে হেরেছি। তদবধি সেই রূপে জীবন সঁপেছি। মম প্রেম আকবর ধনঞ্জর মূল । সে মূল ছেদনে রাম কেন প্রতিকূল। মূল বিনা তরুবর না রহিবে আর । हेशzउहे अत्नांनइरेट्न थांमाज़ ॥ ঐ ঘোর শঙ্কটে মাত্র তুমি বুদ্ধি বল। দেখ সখি কায় মম হুইল অচল । তোমারি প্রসাদে আমি পেয়েছি অৰ্জুনে । তব পদে বান্ধ আমি আছি সেই গুণে। গ্রাসিতে অকুন শশী দুর্য্যোধন রাহু। আমোদে করিছে নৃত্য প্রসারিয়া বাহু ॥ কোলে নিধি পেয়ে দেখ হারাই এখন । কি আর করিব রাখি এ ছার জীবন। হুে বিধাতঃ বিশ্বময় এই তব বিধি । কি দোষে হরিতে চাও মম প্রাণ নিধি।