পাতা:ভদ্রার্জুন.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه ه و !۹ = جام ات ৫ অঙ্ক ] [ ৪ সংযোগস্থল । পাপ কৰ্ম্ম জ্ঞানে নাহি জানি কোন কালে । এত দুঃখ কি কারণ আমার কপালে। হইলে আমার হস্ত চাহি এক মুখ । কি কারণে বিধি তুমি হলে চতুৰ্ম্ম খ | রাম কৃষ্ণ দুজনের স্বস আমি হই । এ সম্প্রকে তব পক্ষে অন্ত কেহ নই। কৃষ্ণের ভগিনী আমি ভগিনী তোমার ! তবে কেন এ দুর্দশ ঘটাও আমার। বলদেব ভ্রাতা মম হইল বিপক্ষ । তাহাতেই তুমি কি ছাড়িলে মোর পক্ষ। লোকে বলে না খণ্ডায় বিধির নির্বন্ধ। প্রথমে ঘটালে কেন অজুনে সম্বন্ধ । কেন অর্জুনেরে আনি দেখালে আমার ! ন দেখালে আমারে না ঘটিত এ দায় । সব ঘটনার মূল তুমি গুণনিধি । নিৰ্দ্দোষির বধ প্রাণ একি তব বিধি। সত্য । ভদ্রে ধৈর্য ধর দুঃখ পরিহর এত খেদ কি কারণে। - শক্তি ধরে কেটা বাধাইতে লেঠা অঙ্গুন ও তব সনে।