পাতা:ভদ্রার্জুন.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

る&ア ডাঙ্গুন, অর্থাৎ t ৫ অঙ্ক ] [ ৮ সংযোগস্থল । ক্ষান্ত হইতাম না ; যদি ইহা না পারিতাম, আপনি আপনার মৃত্যু প্রার্থনা করিতাম । বলদেবই হউন, বা কৃষ্ণই হউন, অথবা স্বয়ং দেবরাষ্ট্ৰই হউন, এমত ঘটনায় কাহারও উপরোধ রাখিতাম না ; ক্ষত্রিয় ক্ষেত্রে জন্ম গ্রহণ করিয়া .কে এপ্রকার অপমান সহ করিতে পারে ? দুঃশা। হে ভ্রাতঃ, একে দুৰ্য্যোধন यहे স্ফলিঙ্গ 32জ্বল করিতে উদ্যত, তুমি আবার তাহাতে বায়ু সংযোগ করিলে ঘোরতর বিপদ উপস্থিত হইবে । এই ক্ষণে যহাতে ক্ষান্ত হইয়া স্বদেশে যাত্রা করেন, ইহার উপায় কর । কর্ণ। আমার স্বীয় শক্তিতে কিছুই হইবে না, আমি তোমারদিগের মতানুযায়ি কৰ্ম্ম করি । (দুৰ্য্যোধনকে কহিতেছেন) হে প্রিয় বয়স্য, তোমার এত কি অপমান হইয়াছে, যে একবারে ৰিষাদাপূবে অবগাহন করিলে ? দুৰ্যো। তুমি সকলই জ্ঞাত আছ তোমাতে আমাতে দেহ মাত্র ভিন্ন, কিন্তু আত্মা এক । সহোদরগণ অপেক্ষ তোমাকে প্রিয়তম জ্ঞান করি, তোমার অবিদিত কিছুই নাই। তুমি বি