পাতা:ভদ্রার্জুন.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই৬ ভদ্রাঙ্গুন, অর্থাৎ, ২ অস্ক1 [ ২ সংযোগ স্থল । বল। আপনকার কিসের অভাব, আর কি দুঃখই বা উপস্থিত হইয়াছে যে আন্তরিক পীড়িত আছেন ? বসু। তোমরা উপযুক্ত সন্তান । তোমরা থাকিতে আমার কিছুই অভাব নাই এবং অন্ত কোন ক্লেশের সম্ভারনাও নাই— বল। মনঃপীড়ার হেতু কি? বসু। তোমাদিগের জননীদ্বয় । বল ৷ জননীদ্বয় হইতে কি মনঃপীড়া প্রাপ্ত হই তেছেন । বসু। তোমার জননীর গত রজনীতে অত্যন্ত তির স্কার করিয়াছেন । বল। হে পিতঃ,ইহার কারণ শুনিতে ইচ্ছা করি । বসু। তাহার কারণ সুভদ্রা। বল। সুভদ্রার কারণ আপনাকে তিরস্কার করিবেন কেন? আপনি কি সুভদ্র প্রতি ক্রোধ, কি তাড়ন কয়িয়াছেন কিন্ধ তাহাকে দুরবস্থায় রাখিয়াছেন, যে তাহাতেই তাহারা আপনাকে অনুযোগ করেন। বসু। সুভদ্রার উপর রাগও করি নাই, দুরবস্থা