পাতা:ভদ্রার্জুন.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কর্তৃক সুভদ্রাহরণ । • ২৭ ২ অঙ্ক ] [ ২ সংযোগ স্থল । তেও রাখি নাই, এবং তাড়নাও করি নাই । বল। তবে তাহারা মিথ্যানুযোগ করিলেন কেন ?" বসু । সম্প্রাপ্ত যৌবনাবস্থা সুভদ্র সম্প্রতি । অনুঢ়া রাখিতে নাই এমন সন্ততি । ইহাতে চঞ্চল চিত্ত হইয়া জানাই। উপযুক্ত হও পুত্র ভূমি ও কানাই ॥ এই হেতু হইয়াছি আমরা বিমর্ষ। সুভদ্র বিবাহ হেতু কর পরামর্শ। যত দিন না হয় ভদ্রার পরিণয় । ততদিন বাপু মম চিত্ত স্থির নয় ॥ একারণ পাইয়াছি বহু অনুযোগ । অতএব পুত্র এর করহ সুযোগ। বল। এ হেতু উদ্বিগ্ন পিতঃ কিসের কারণ ! চঞ্চল হওনে আর নাহি প্রয়োজন ॥ বসু। সুভদ্রা সামান্ত নয় বুঝিবে অন্তরে । অপর্ণ করিতে হবে উপযুক্ত বরে। যদুবংশীয়ের .কস্তা সুভদ্ৰা"আমার ! উপযুক্ত সুন্দর সুপাত্র চাহি তার। বল । উদ্বিগ্ন ইহাতে আর হইতে হবে না । উপযুক্ত পাত্ৰ হেতু জাটক রবে না।