পাতা:ভদ্রার্জুন.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬ ভদ্রাজুন, অর্থাৎ १ वश्ह ] [৩ সংযোগস্থল । কেমন ঘরে পড়িয়াছি? পিতা উগ্ৰসেন আমাদিগকে কোন বংশীয় পাত্রকে প্রদান করিब्रां८झ्न ! দেব। কেন, ভারত ভূমির সর্বশ্রেষ্ঠ বংশে । রেছি। ভাল,সেই বংশ কোন নামে বিখ্যাত । দেব । কেন, দুবংশ, যে বংশে আমাদিগের গর্ভেবিষ্ণু ও মহাবিষ্ণু, সামান্ত মানবের স্যায় জঠর যন্ত্রণ ভোগ করিয়া মানবগণের তারণ কারণ অবতীর্ণ হইয়াছেন । রোহি। ভাল, ঐ যন্নুর পিতা কে। দেব । যদুর পিতা রাজা যযাতি । তিনি সামান্ত মনুষ্য ছিলেন না। সেই ব্যক্তি স্বশরীরে সুরপুরের সকল লোক ভোগ করিয়াছেন । রোহি। তবেইত দিী, তুমি কহিতেছ ধৃতরাষ্ট্র অন্ধ ভাল,তাহার একটা অঙ্গ বৈত হীন নয় । কিন্তু যযাতির কিপর্যন্ত দুরবস্থা ন হইয়াছিল। পৃথিবীর তাবৎ রোগ ত্বাহার শরীরে নিবাস করিত, তাহার সকল, অঙ্গ ক্ষত এবং পাপ রোগে পরিপূর্ণ ছিল । যদ্যপি ধৃতরাষ্ট্র কেবল অন্ধ হওয়াতে দুৰ্যোধন দোষী, তবে তোমার