পাতা:ভদ্রার্জুন.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কতৃক সুভদ্র হরণ । ৩৭ २ ऊाझ J [৩ সংযোগস্থল । মতে যযাতি বংশীয় কহু সুভদ্র তাহ হইতেও অধম, ইহাতে দুৰ্য্যোধনকে সম্প্রদান , করণের হানি কি ? (সহচরী ও প্রতিবাসিনী পুনরাগমন করিল ) দেব। যযাতি যে জুরাগ্রস্থ হইয়াছিলেন তাহার কারণ শুক্র শাপ, আর সে শাপও মোচন হইয়াছে । রোহি । কিন্তু গুরুতর পাতক না হইলে কেহ স্বরাগ্রস্থ হয় না, অতএব ইহার দ্বারাই বিবেচনা করিয়া দেখ, এই দুই জনের মধ্যে কে আন্তন্তিক পাপী ? প্রতি । নিকটে থাকিতে গেলেই একটা কথা কচিতে হয়, ইহাতে ভালই বল বা মন্দই বসঃ তোমরা কি মিছা কথা নিয়া পরস্পর কলহ করিবে, না আপনাদের কৰ্ম্ম দেখিবে ? সহ গো সহচর তাহাইত দেখিতে পাই, লোকে বলে লক্ষ কথা নহিলে বিবাহ হয় না, এরা যে এই কলহতেই লক্ষ কথা পুরণ করিলেন, এখনো প্রধান কৰ্ম্ম আছৈ ! ষ