পাতা:ভদ্রার্জুন.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কতৃক সুভদ্রাহরণ। విసి ২ অঙ্ক ] [ ও সংযোগস্থল প্রতি। বটেত বিবাহ এক কথাতে কি হয় । কত আসে কত যায় তাহ স্থির নয় ॥ সুভদ্রার যেখানে থাকিবে ভবিতব্য । সেইখানে হইবেক করাই কৰ্ত্তব্য। সহ। বিধাতার নির্বন্ধ সে অন্য কিছু নয় । কার ভাষ্ঠে কিবা ঘটে নির্ণয় না হয় । দিলেও হয় না দেখে ভাল ঘর বর ৷ ' ' ললাটে যা থাকে তাহ হয় অতঃপর । সুভদ্রার ভাষ্ঠে যদি থাকে সোণ দানা ! কি আটক খাবে ধৃতরাষ্ট্র হলে কাণ । সোণ দান ছি ছি হবে অঙ্গেতে তাহার । দুই পায়ে মাড়াইবে রত্ন অলঙ্কার । তব ভদ্রা শক্রর মুখেতে ছাই দিয়ে । সুখেতে করিবে ঘর কন্ত পুত্র নিয়ে। পাক কেশে সিন্দর পরিবে চিরকাল । হাতে নোয় ক্ষয় হবে জীবে যত কাল। ভাল মন্দ বাছ বাছি তোমরা করিলে । কার বল সুখ হুয় ভাষ্ঠে না থাকিলে । ভুল দেখে দিতে হয় জানে দেশ জুড়ে । কিন্তু ভাষ্ঠ মন্দহলে যায় উড়ে পুড়ে।