পাতা:ভদ্রার্জুন.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,ভদ্রাজুন, অর্থাৎ ’’می \ S۔ হ অঙ্ক ] ৩ সংযোগস্থল । প্রতি ৷ তোমাদের সে কলহ্নে কিবা প্রয়োজন । কৃত্ত বসুদেব রাম বানাই নন্দন । তাহারাত বেটাছেলে ভাল বুদ্ধি ধরে । তোমরা বিবাদ কেন কর তার তরে । দৃশ জন ঘটক কুলীন আনাইয়া । তারাই করিবে কৰ্ম্ম লোক জানাইয়া । তাহারা বুঝিবে ভাল যাতে ভাল হবে । ! তোমরা কলহ করি মর কেন তবে ॥ দেব । না গো বোন ঝকড়ার কথা ইহা নয় । কিছু খুঁত থাকিলে কহিতে কিছু হয়। রোহি । আমিও ইহাতে কিছু মন্দ বলি নাই । কিসে হইলাম দোৰী একি গে। বালাই ॥ দেব । যযাতির নাম তুমি উল্লেখ করিলে । সদসও বিবেচনা করে না দেখিলে ৷ সহ । কেন কথা বাড়াতেছ ওগো ঠাকুরাণী । এখন সম্বন্ধ স্থির হয় নাই জানি। লগ্ন পত্র হবে আগে দিন স্থির হবে । ইহা সব হইলে বিবাহ হবে তবে ॥ এখন কোথায় কিবা তার ঠিক নাই। কথায় কথায় কেন বাড়াও বালাষ্ট ।