বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবিষ্যতের বাঙালী SS এবং সঙ্কীর্ণতার বিষবাম্পে ভারাক্রান্ত বৰ্ত্তমানকে ছেড়ে, কল্পনার বিমানে চড়ে’। ভবিষ্যতের মনোরম উদ্যানে চলে যেতে হ’বে-জাতির গৌরবোজ্জল অনাগত জীবন দেখবার জন্য; আর প্রতিভার তুলিকায় তার ছবি বৰ্ত্তমানের নৈরাশ্যাক্লিষ্ট বাঙালীর জন্য আঁকবার উদ্দেশ্যে ; এবং আশায় উদ্দীপ্ত সাহিত্যের, সঙ্গীতের ও শিল্পের সাহায্যে সেই গৌরবময় অনাগত যুগে অভিধানের জন্য তাকে অনুপ্রাণিত কৱন্তে ! আমাদের কবিদের, আমাদের সাহিত্যিকদের, আমাদের শিল্পীদেৱ, আমাদের ভাববাদীদের, আমাদের আদর্শবাদীদের স’ ত্যই এখন ভবিষ্যবাদী (Futurist) হ’তে হ’বে ; কিন্তুতি-কিমাকার কোন পরিকল্পনাকে রূপায়িত করবার জন্য নয়, জাতিকে অমরাবতীর দুরে পৌছে দেবার জন্য, সেই অমরাবতীর কথা তাদের শোনাবা র জন্য, আর সেই অমরাবতীর স্বপ্ন তাদের মনে জাগিয়ে তোলাবার জন্য । আমি এক শতাব্দী পৰ্ব্বধত্তিী যে বঙ্গদেশের স্বপ্ন দেখি, তা” বৰ্ত্তমানের ধূলি-ধূসরিত, বন-জঙ্গল-আগাছা-সমাকীর্ণ, শ্ৰীষ্ঠান, সৌন্দৰ্য্যভ্রষ্ট ঘরবাড়ীতে ভরা, হােতগৌরব নদনদীর খাতের দাগে কলঙ্কিত বঙ্গদেশ নয় । আমি শতাব্দী-পরের যে বাঙালী জাতুি র স্বপ্ন দেপি-সে বৰ্তমানের ক্ষীণকায়, মাংসপেশীহীন, প্লোগ-বিশীর্ণ, অনশন-ক্লিষ্ট, গত শ্ৰী, আনন্দইৗন, প্রেরণাহীন, কলহপ্ৰিয় ধাঙ্গালী জাতি নয় ! আমি যে বঙ্গনারীর ছবি দেখি, সে বৰ্ত্তমানের ভারতুর, লাগে - কাতর, স্বাস্থ্যহীন, শ্ৰীষ্টীন সৌষ্ঠবহীন, পর্দারুতি শণিকায় বাঙালী নারী নয় ! আমি যে শিক্ষা-প্রতিষ্ঠানের স্বপ্ন দেখি, তাতে কেরাণা-সৃষ্টির আগ্রহ নাই ; গোড়া হিন্দু, গোড়া মুসলমান-স্বজনের উৎকট প্রশ্নাস ‘ঃ নাই ; অতীতের প্ৰাণহীন দেহ গুলি সাজিয়ে রাখা বাপু যাদুঘর সে প্রতিষ্ঠান নয় । আমি ভবিষ্যতের যে রাজনীতির স্বপ্ন দেখি, তাতে চাকুরীর ভাগ-বাঢ়োয়ারার