পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎩᎶ? ভবিষ্যতের বাঙালী বিকাশের জন্য যেন বাঙালী প্রতীক্ষা করছে। রাষ্টজীবনের যে পরিকল্পনা, সামবায়িক জীবনের যে ছবি বাংলাদেশের বাইরের ভারতবাসীকে সন্তুষ্ট করে, এই ভাবপ্রবণ কল্পনাকুশল জাতি সে-আদৰ্শ, সে-ছবি, সে-পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না । তার কুহেলিকা-সমাচ্ছন্ন নিগুঢ় অবচেতনায় মহামানবের মহত্তর এক আদর্শ, পূর্ণতর এক পরিকল্পনা, সুন্দরতর এক ছবি আকার এবং রূপ পরিগ্রহ করতে আরম্ভ করেছে। অদূর ভবিষ্যতে সেই মহনীয় আদর্শ, সেই পরিপূর্ণ পরিকল্পনা, সেই অপরূপ ছবি তার মনে স্পষ্ট হ’য়ে উঠবেই, আর তার প্রভাবে বাঙালী এক অভিনব জীবনের আস্বাদ পাকে ; এবং সেই শুভদিন যখন আসবে, তখন বাঙালী কেবল ভারতবর্ষের নয়, কেবল প্ৰাচ্য ভূখণ্ডের নয়, সমগ্র বিশ্ববাসীর পথপ্রদর্শক হবৈ-সত্য, সুন্দর, শুভ জীবন-পথের। বাঙালী এখন সেই মহামানবের প্রতীক্ষায় আছে, যিনি তাকে এই গৌরবময় জীবনের সন্ধান দেবেন।--ভগীরথের মত এই বাংলায়ু ভাবগঙ্গার সঙ্গম সুস্পষ্ট ক'রে তুলবেন। আরবের কবি বলেছেন, "কবিরা হচ্ছেন অদৃশ্য মহাশক্তির ভাস্কার।” অতি সত্য—অতি মূল্যবান কথা। বাংলার গৌরবময় ভবিষ্ণুং – মন্ত্রীরা কিম্বা ব্যবস্থাপক সভার সভেরা, কিন্তু রাজনীতিকের গঠন করবেন। না ; সে কাজ করবেন-দেশের সত্যকার কবি, মনীষী ও সাহিত্যিকর। } যে অদৃশ্য মহাশক্তি মানবজীবনকে নিয়ন্ত্রিত করছেন, তিনি ব্যবসাদারী রাজনীতিকের স্থূল অনুভূতিতে র্তার সঙ্কীর্ণ সীমাবদ্ধ মনের ক্ষেত্রে নিজেকে প্ৰকাশ করেন না ; তিনি আত্মপ্ৰকাশ করেন ভাবুকের উদার মনে, তার বেদনা-করুণ প্রাণে, তার সুদূর-প্রসারিণী প্রজ্ঞার জগতে ! বাংলার কবিদের, বুলার সাহিত্যিকদের_বৰ্ত্তমানের সীমাবদ্ধ, স্বর্থঝটিকার ঘাত-প্ৰতিঘাতে বিক্ষুব্ধ, সাম্প্রদায়িকতার হিংসা-বিদ্বেষ, হীনতা ।