বিষয়বস্তুতে চলুন

পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ ○ - ভবিষ্যতের বাঙালী ক’রে থাকেন। কলহ-কোেন্দলের তাড়নায় প্রকৃত জাতীয় স্বার্থের কথা, দেশের প্রকৃত সমস্যাসমূহের কথা সকলে ভুলে যান। চাকুরীসমস্যার উপর প্রতিষ্ঠিত সাম্প্রদায়িক সমস্যা জটিল ও মীমাংসার অতীত এক সমস্যারূপে দেখা দেয় । কাজেই, প্ৰকৃত রাজনীতি ব্যাহত হয় ; প্রকৃত রাজনৈতিক সমস্যার কথা সকলে ভুলে যায়।) এর প্রতিকার কি ? অবশ্য যারা দৈনন্দিন রাজনীতি নিয়ে আছেন, তঁরা এ সমস্যার মীমাংসা ভাগ-বাটোয়ারার সাময়িক একটা হার নিদিষ্ট ক’রে কতক পরিমাণে করতে পারেন । কিন্তু এভাবে এ সমস্যার স্থায়ী সমাধান হ’তে পারে না। কেন না, শিক্ষার হার, শিক্ষিতের সংখ্যা প্রভৃতি বিষয় নিত্য পরিবর্তনশীল ; সুতরাং দাবীর পরিবর্তন রোজই इgरङ থাকবে। আর তাই নিয়ে নূতন কলহের, নিত্য নূতন তিক্ততার সূত্রপাত হ’বে। তবে উপায় কি ? f প্ৰথম উপায় হ’চ্ছে, রাজনৈতিক আলোচনাকে এত ব্যাপক ক’রে তোলা যে, তার ফলে बांडोदिक डॉटद অর্থনৈতিক *त्रार्थहे ब्राक्रेनडिक আন্দোলনের প্রথম এবং প্রধান বিষয় হ’য়ে। দাঁড়াবে। দেশের লোকের মন যখন সত্যই এই বিরাট সমস্যার গুরুত্ব উপলব্ধি করবে, তখন মধ্যবিত্ত শ্রেণীর চাকুরীসমস্যা স্বভাবতই রাষ্ট্ৰীয় জীবনের অন্যতম তুচ্ছতর ব্যাপার হ’য়ে দাড়াবে। সে সমস্যা তখন দেশের লোককে লক্ষ্যভ্ৰষ্ট কিম্বা আদর্শভ্ৰষ্ট করতে পারবে না। তবে এ পরিস্থিতি-সৃষ্টির জন্য দেশব্যাপী শিক্ষাবিস্তারের প্রয়োজন এবং শিক্ষার সাহায্যে সাধারণের মনকে রাষ্ট্রীয় সমস্যার দিকে সম্যকভাবে আকৃষ্ট করারও দরকার । এ কাজ হিন্দুদের মধ্যে কতকটা অগ্রসর হয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে মোটেই হয় নি। তাই মুসলমানদের মধ্যে হাতুড়ে রাজনীতিকদের প্রভাব এত বেশী ।