পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ१ि, १९ला गांशि७|| সাহিত্য আকাশ থেকে পড়ে না, মাটিতেই জন্মায় । যে মাটিতে সাহিত্য জন্মায়, সেই মাটির বৈশিষ্ট্য সেই সাহিত্যে প্রচুর পরিমাণেই পাওয়া যায়। প্রকৃত পক্ষে সাহিত্য হ’চ্ছে একটা জাতির জীবনের, তার জীবনাদর্শের, তার সুখ-দুঃখের, তার আশা-আকাঙ্ক্ষার নিখুঁত প্ৰতিচ্ছবি । ইংরাজি সাহিত্যের কথাই ধরা যাক। প্ৰাথমিক যুগের ইংরাজি সাহিত্যে গৌরবের বস্তু হ’চ্ছে ইংরাজি বাইবেল (Old & New Testaments), critics' Faery Queen at bic: ; Canterbury Tales, as 13 gig affs; Gre trict, Krist বৈশিষ্ট্যই প্ৰকাশ করে। তখন মানুষের ধৰ্ম্ম নিয়ে কারবার। রাজা”বাদশাহ, আমীর-ওমরাহ, রাণী, রাজকুমারী, সামন্ততন্ত্র, সামন্ততন্ত্রের উপর প্রতিষ্ঠিত সমাজ-এই সব নিয়েই কারবার। সুতরাং এই সবের প্ৰতিচ্ছবিই সে যুগের সাহিত্যে দেখতে পাই । তারপর এল রাণী এলিজাবেথের আর কবি সেক্সপীয়ারের যুগ ; ড্রেক, ওয়ালটার র্যালে, বেকনের যুগ। ইংলণ্ডে তখন নূতন জীবন