পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाप्लेन । >象ふ তাতুরে যতন, কর অমৃক্ষণ, বহু বুদ্ধি ধরে মুক্ত৷ তোমার যতনে, রবে হৃষ্ট মনে, ' নাহইবে দুঃখ যুত | শুনহ নন্দন, হইবে রাজন, রাজ্য ধনে অধিপতি । করিতু কল্যাণ, হইবে কল্যাণ, ভানু হবে পুত্ৰ বতী। সুশীল কুমারী, যেমন ঝিয়ারী, ভাবিয়া পালিমু তারে। সুলোচনা নারী, তারে জ্ঞান করি, যেন নিজ অঙ্গজ{রে | পরম যতনে, পালহ দুজনে, সহোদরা ভাবিহেন। মিষ্ট তাষে তোষ, করহ সন্তোষ, দিয়া কিছুধন যেন । হৈল শুভ ক্ষণ, করিব গমন, স্মরণ করিয়া হরি। আমি মোর তবে, সুখে রহ সবে, এই আশীৰ্ব্বাদ করি। রাজা ও রাণীয় প্রস্থান পয়ার। ভানুমতী রাণীর বিহনে পুী হইল আঁধার। রাজার বিহনে যেন রাজ্য অন্ধকার ॥ কেমনে বঞ্চিৰ সখি এবার বৎসর। মাতার বিচ্ছেদে মোর বিদরে অন্তর ॥ স্কুলেটিন,ব্যাকুল না হও শুন রাজার দুহিতা। মাতৃ হার হয় তা হলে পরিণীত।