পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NSe সুশীল, ভানুমতী চণ্ডবিলাস নবোঢ়া সজনী সতী মদন রঞ্জিনী। পতি সহ সুখী হও রাজার নন্দিনী। সময়ে হইবে মাতা নাথের মিলনে। দুহিতা বনিত মাত ধাতার লিখনে ॥ নারীর অবস্থা তিন এই মনে জানি। পুরুষের দশ দশ কহে সব জ্ঞানি। ঠাকুর জামারি তবে কোন দশা কহ। মদনের দশা হবে গণিয়া বুঝহ। চিত্র লেখা হও তুমি উষা ভামুমতী। চিত্ত অনিরুদ্ধে আজি মিলাহ যুবতী ৷ অপরাহ্ন হৈল বেলা হের কুমুদিনী। নাথের মিলনে ধনী হও সান্তরিণী ॥ ভানুমতী ও চিত্তবিলাস ও সুশীলা ও সুলোচনার প্রস্থান । too-oo: চতুর্থ অঙ্গ।

  • sensuses

निषूमि ऎश्वङ्गिनी मङ्ग झञ्झि १५ ।। (চন্দ্ৰসেন ও শশিমুখী কিয়দূরে ) ও দুলাল ও সদানন্দ ভঁাড় ওবিলাসের প্রবেশ। दिनांन. গদ্য । আহ্মরি, কাহার এই শশি মুখি কন্যা শিবিকার মধ্যে গমন করিতেছে! এই কৃষ্ণ-বরণী শিবিকার মধ্যে ইহাকে দেখিয়া আমার এই মনে হইতেছে যেন এই পুর্ণ শশি নিবিড় কৃষ্ণাঙ্গ মেঘের মধ্যে আপনসিতা গয়ি রাহর ভরে পলান করি তেছে।