পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী চিত্তবিলাস - ১৩৬ চিত্ৰসেন, এই যুক্তি বটে। চিত্ৰসেন, চক্রাসেন ও চিত্তবিলাসের প্রস্থান। ভানু, শশি মুখি, আমরা তোমাকে দেখিয়া সকলে সুখী হইলাম, যদি আমারদিগকে মুখে রাখ, তবে কিছু দিন এখানে থাক, আর পর্যটন জন্য যে শ্রান্তি তাহা অগ্রে দূর কর। শশি রাজকুমারি, তোমার মিষ্ট বচনে ও সহচরীগণের সৌজন্য জন্য আমি এমত আপ্যায়িত হইলাম যে পৰ্যটন জনিত আমার শ্রান্তি একেবারে छून ३श्ञ। যদি তোমার কৃপা দৃষ্টি থাকে তবে কিছু কাল তোমার শীতল অtশ্রয়ে কালযাপন করব, অনেক কালাবধি ইহা মনে আছে। স্বশীল, যে কালে তোমার এখানে আসা হইয়াছে সে . কলে আমারদেরও আশা হইয়াছে যে আজি কালি ক'রয় কিছু কাল তোমাকে এখানে রাখিয়৷ আনন্দে কাল কাটাইব। ” স্বলোচনাহে তন্থি, এক্ষণেগ তুলিয়া কিঞ্চিৎ শীতল পানীয় ও শীতল সলিল পান করিয়া তপন তাপিত ক্ষীণাঙ্গ শীতল কর। যে প্রান্তি জন্য তোমার বিধ বদনে যে ঘৰ্ম্ম বিন্দুবৃন্দ ঘেরিয়াছে তাহার নিবৃত্তি হউক। হে সুলোচনে, তোমার শীতল বাক্যে আমি যেমত শীতল হইলাম, ঘৰ্ম্মাৰ্ত্তের নিৰ্ম্মল মুর্শীতল জল করণক স্নাত হইলেও এমত শীতল হইতে পারে न। उशक शनि झांझकूमांझैौ ७ ८ऊांमङ्गरमम्ल ऐक्र হইয় থাকে তবে চল আরও স্নিগ্ধ হইব। স্কুলোচনা ও সুশীল ও শশিয়ুখীয় প্রস্থান।