পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SKF, সম্পূট निकाल्ने চিস্তু নাটক । ᎼᎼ পয়ার | অঙ্গের চিকণ কান্তি কিছু মাত্র নয়। তথাপি সংসার দেখ রূপে মুগ্ধ হয়। প্রজল্প চিকণ বর্ণে স্বর্ণ মনোহর । মুগ্ধ হয়ে লোকে কহে ধাতুর ঈশ্বর। লোকে কহে শুভ্র বর্ণ সৰ্ব্ব দোষ হরে । ক্ষীণ বুদ্ধি অস্তরের দেয নাহি ধরে।" नमन छूष:१ হের রূপ মনোহর । বীরাঙ্গন বশ হয় মূঢ় মতি নর। পবিত্র অঙ্গন অঙ্গ অপাঙ্গে না হেরে। মনোলোভ অঙ্গ শোভা ভাই মনে ধরে } অঙ্গের শোভাতে চক্ষু মুখ ভিন্ন নয়। চক্ষের সুখেতে ফল যার তৃপ্ত হয়। গুণের বিচার পটু নহে সেই জন । রূপে মুগ্ধ নহে যেই সেই বিচক্ষণ। মোহিনী বেশেতে হরি হরেরে মোহিলা । সুবর্ণের মৃগ দেখি শ্রীরাম ভূলিলা ! হরিল রামের জ্ঞান সুবর্ণ বরণ। তার ফল হৈল দেখ সীতার হরণ। লক্ষ্মীর রূপেতে মুগ্ধ হয়ে দ্বিজবর । অপ্রমেয় কৈল তপ কঠোর ৰিস্তু দ্বিজবর লহ বর যাচে চক্ৰপাণি । দ্বিজ বলে লক্ষ্মী হবে আমার গৃহিণী। তথাস্তু বলিয়া চক্ৰী হৈলা অন্তর্ধান। জন্মান্তরে পাবে লক্ষ্মী শুন মতিমান | পুনর্জন্মে ক্লীব হৈল বিপ্রের সন্তান। বৃন্দাবনে জন্ম নিল আখ্যান আয়ান। রাধা রূপ লক্ষ্মী ভাৰ্য হইল জুহার। তথাপি অমুখী হৈল ব্রাহ্মণ কুমার।