পাতা:ভানুমতী চিত্তবিলাস.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నశి ভানুমতী চিত্তবিলাস অতএব রূপে মুগ্ধ কভু ন হইব। তে কারণে শুন স্বর্ণ তোমারে ত্যজিব ॥ রজতে ত্যজিব আমি সেই সে কারণে। মূঢ় মতি মুগ্ধ হয় রজত বরণে। . অর্থের স্বরূপ রৌপ্য বিবাদের মূল । অর্থ লয়ে সংসারেতে যত হুল স্থল। সুহৃদ্ভেদ কারি অর্থ নহে অন্থকূল। অনর্থক অর্থ হেতু সংসার ব্যাকুল। নীরদ বরণী সীস তোমারে সাধিব । জলদের মধ্যে ভামু তবে সে পাইব ॥ ধন মন যৌবন সঁপিব আমি তারে । সৰ্ব্বত্যtগী হব এই আমার বিচারে ॥ কায়ার অৰ্দ্ধেক জায় জানে সৰ্ব্ব জন । জায়ারে সর্বস্ব সবে করয়ে অপর্ণ ॥ তাহার বাক্যের ভাব এই মনে গণি । প্রাণ সঞ্চারিণী কাটি দেহ দ্বিজ মণি ॥ বিষ্ণুশৰ্ম্ম, হের ধর লহ সন্ধি চিত্ত সুধীবর। . স্নাঙ্গङ्कयाङ्गी, ডাল মুক্ত করি দেখ সম্পূট ভিতর ॥ চিত্র ভালু রূপ যদি ইহাতে হইবে। তবে রাজ ভানুমতী তোমারে বরিবে । . অধীর হইল কেন রাজার কুমারী। যুগল নয়নে বহে প্রেমানন্দ বারি। আনন্দে বিহ্বল চিত্ত উচিত না হয়। সুখ পারাবার দেখি কেন পাও ভয়। কমলে খঞ্জন এক দেখে যেই জন। . শাস্ত্রে কহে রাজ্যেশ্বর হয় সেই জন ॥ প্রিয় মুখ পদ্মে আঁখি যুগল খঞ্জন। কমলে খঞ্জন দেখ অতি সুলক্ষণ । নাহি জানি আজি আমি পাব কোন নিধি। দেখ দেখি সখি তাগ্যে কি ঘটায় বিধি।