পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চাল ও মগধ । ১৫ \ত্র পঞ্চাল । অযোধ্য ও সম্প্রতি যাহাকে দুয়াব বলা যায়, পঞ্চাল রাজ্য তাঁহার মধ্যবৰ্ত্তী ছিল । পুরুবংশীয় হর্য্যশ্ব রাজা এই রাজ্য স্থাপন করেন, এবং তাছার পঞ্চ পুত্রকে এই রাজ্য বিভাগ করিয়া দেন, এই জন্য ইহার পঞ্চাল নাম হইয়াছে । যৎকালে কুরু পাগুবদিগের যুদ্ধ হয় তৎকালে দ্রুপদ রাজা এই দেশের ভূপতি ছিলেন । মহাভারতে অযোধ্য রাজ্যের নাম উল্লেখ নাই, ইহাতে বোধ হয় তৎকালে ঐ রাজ্য তথা হইতে &iঞ্চলে উঠিয়া গিস থাকিবে, তাহার পর কানাকুবুজের সঙ্গে একত্র হয় । মগধ । এক্ষণে বালকে বেহার বলা যায়, পূৰ্ব্বে তাঁহ, মগধ নামে খ্যাত ছিল । বুদ্ধদেব মঠে “বিহার ” করিতেন, এই জন্য ইহার বেহার নাম হইয়াছে । পাটলিপুত্র এই জ্যের রাজধানী ছিল । ঐ নগর পূৰ্ব্বে অতি ধনাঢ্য ওঁ বিখ্যাত ছিল । এক্ষণে ঐ নগরের কোন সুপণ্ডিয়া যায় না, কিন্তু সম্প্রতি যেখানে পাটন জিলা হইয়াছে তাহার নিকটে ঐ নগর ছিল, নিশ্চয় হইয়াছে। ৰহুকালাবধি এই মগধ রাজ্যে চন্দ্রবংশীয় ক্ষত্রিয়