পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ? や ভারতবর্ষের ইতিহাস । ভূমির উত্তর খণ্ডে আসিয়া কাবুল দেশ জয় করেন , কাবুলজয়ের পর তিনি সিন্ধুপারস্থ রাজাদিগকে বলিয়। পাঠান তোমরা আমার অধীনত স্বীকার কর, নতুবা আমি তোমাদের সহিত যুদ্ধ করিব। ঐ সময়ে ঐ অঞ্চলে তিন জন রাজা ছিলেন, আবিসরিম, তকজয়লিস, ও । পরশু ; আবিসরিস পৰ্ব্বতাঞ্চলে অর্থাৎকাশ্মীর দেশের রাজা ছিলেন । সিন্ধু অবধি পঞ্চালদেশীয় ঝিলম নদী পর্য্যপ্ত তক জয়লি সের অধিকার ছিল । এবং ঝিলম অবধি পুৰ্ব্বদিকে হস্তিন পর্য্যন্ত পরশুর রাজা ছিল । প্রথমোক্ত দুই রাজা সিকন্দরের সৌহৃদ্য প্রাতনীয় উlহার সহিত মিত্রাচরণ কfরলেন । কিন্তু পরশু তাহু। না করিয়া অনেক হয় হস্তী ও সৈন্য সমভিব্যtহারে হার পথাবরোধ করিলেন । পরশু রাজা, কোন বংশীয় ছিলেন তাহার নির্ণয় হয় নাই, ত্ৰমল নাম হিন্দুপুস্তকে পাওয়া যায় না । কিন্তু "ওমি . পাগু বংশায় কোন রাজা হইবেন এমন ৰোধ হয় । যাহাইউৰু, তিনি অতি সাহসিক হইয়া যুদ্ধ করিলেন, এবং উহার সৈন্যগণ পলায়ন করিলেও তিনি হয়ারোহণে একাকী সংগ্রাম করিলেন । সিকন্দর উ", বীরত্ব দেখিয়া অত্যন্ত সস্তুষ্ট হইলেন, অতএব ভঁাহার রাজ্য হরণ না করিয়া উহাকে সিন্ধুতীরস্থ সকল রাজ্যের অধিপতি করিলেন । অনন্তর তিনি পঞ্জা