পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 8 ভারতবর্ষের ইতিহাস । বিখ্যাত বিশ্বামিত্র ক্ষত্ৰিয়বংশীয় ছিলেন, কিন্তু জ্ঞানবলে ব্রাহ্মণ হইয়াছিলেন । অপ্রতিরখ ক্ষঞ্জিয়, উাহার পুত্র ক%, কণুের পুত্র মেধাতিথি। এই মেধাতিথি হইতে কাণ্ডায়ন ব্রাহ্মণ সকল উৎপন্ন হইয়াছেন। মহাবীৰ্য্যের পুত্র উরুক্ষয়, তাহার তিন পুত্র এর্য্যারুণ পুষ্করিণ এবং কপি, এই তিন জনই পশ্চাৎ ব্রাহ্মণ হইয়া ছিলেন, বিষ্ণুপুরাণ ৪ অংশ ১৯ অধ্যায়ে ইহার প্রমাণ আছে। ক্ষত্ৰিয় দিবোদাসের পুত্র মিত্ৰযু রাজ ব্রহ্মর্ষি হইয়াছিলেন । র্তাহার পুত্র সোম মৈত্র-৩ য়ণ নামে প্রসিদ্ধ হন । সেই হেতু উহার বংশে মৈত্রেয় ব্রাহ্মণ সকল উৎপন্ন হন । মহাভারত হরিবংশ ৩২ অধ্যায়ে ইহার উল্লেখ আছে । g পুৰ্ব্বকালে এই প্রকার কৰ্ম্মভেদে বর্ণভেদ হইত, ব্রাহ্মণের সন্তান হইলে ব্রাহ্মণ হইবেন শূদ্রের সন্তান হইলে শূদ্রই থাকিবেন এপ্রথা ছিল না, যে ব্যক্তি বেপ্রকার কৰ্ম্ম করিতেন তিনি সেই প্রকার মর্যাদা, প্রাপ্ত হইতেন। এক্ষণে এপ্রথা একেবারে উঠিয়া গিয়াছে; এবং কুলমৰ্য্যাদ উপতৃক বিভবের ন্যায় গণ্য হইয়াছে, ব্রাহ্মণের পুত্র অতি দুস্ক্রিয়ান্বত হইলেও তিনি ༈ སྔ་རྨনীয়, ক্ষত্ৰিয়সস্তান ক্ষত্রিয়ের কৰ্ম্ম করুন ৰ না སྙི་བ། তিনি ক্ষত্রিয়, এবং শূদ্র সৎকৰ্ম্ম করিলেও হেয় ।