পাতা:ভারতবর্ষের ইতিহাস (নীলমণি বসাক) প্রথম ভাগ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণসঙ্কর ৷ ” 3 (t বর্ণসঙ্কর । পূৰ্ব্বে ব্রাহ্মণ ক্ষত্ৰিয় বৈশ্য শূদ্র এই চারি বর্ণ প্রস্তিষ্ঠিত ছিল। পরে, ভিন্ন ২ বর্ণের সহিত পরস্পষ্ণু বিবাহ হইত, তাহাতে নান: জাতির উৎপত্তি হইয়াচে । সমান বর্ণের সহিত বিৰাহ হইলে তন্থীরা উৎপন্ন পুত্র স্বীয় বর্ণ প্রাগু হইতেন । অন্য বর্ণে বিবাহ হইলে, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয়ের কন্য, কিম্বা ক্ষত্ৰিয় বৈশ্যের কন্য, বা বৈশ্য শূদ্রের কন্যা বিবাহ করিলে, তাহীর "ণপ্রজাত সন্তানের ভিন্ন জাতি হইতেন । অন্য প্রকারে বিবাহ হইলেও সস্তানের অন্য জাতি প্রাপ্ত হইতেন, তাহার প্রমাণ—ব্রাহ্মণের ঔরসে বৈশ্যের গৰ্ত্তে অম্বষ্ঠ নামক বর্ণের উৎপত্তি, ইহার এ প্রদেশে বৈদ্য নামে খ্যাত। দেৰল দ্বারা বৈশ্যকন্যার গৰ্বে দৈবজ্ঞের জন্ম । বৈশ্য এৰং ব্রাহ্মণীর দ্বারা বৈদেহের জন্ম । ক্ষত্রিয় এবং বৈশ্য দ্বার মাহিষ্যের জন্ম । বৈদেহের উরসে মাহিষ্য-কন্যার গৰ্বে কায়স্তের ৫ জুঙ্কাতে লেখে পরশুরাম, হৈঙ্কয়াধিপতি কীৰ্ত্তবীর্য্যৰ্জিণিকে হত করিয়া ক্ষত্রিয় কুল ধ্বংস করিবার নিমিত্ত বহির্গত , চম্রাসেন রাজার গৰ্ত্তৰতী ভাৰ্য্যা পরশুরামের o জ্যে ভূমির নিকট অপ্রিয় লইলেন । পরশুরাম তাহার if দাঙ্গজ্যের জাঙ্গমে উপস্থিত হইয়া চন্দ্রসেনের সুগঞ্জ ক্ষীদ্ধে প্রার্থন করিলেন । দলভ্য তাক স্বীকার করিয়া