পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«ტ8 8 হেমরাজ—দোষ তোমীর নয়, রাধা, দোষ আমার ! রাধা—তোমার ? ভালবাসা— হেম রাজ– সেই কি, সে ? এত ভালবাসার জন্ত আমি দূরে যেতে চাই । রাধা, স্থৰ্য্য তুমি, আমি পথের মলিন ধূলিমাত্র ! তোমার দীপ্ত আলোর সামনে আমার মলিনতা আরো ব্যক্ত হয়ে ওঠে । তুমি আলো, আমি অন্ধকার ! রাধা—এ তুমি কি বলছে, আজ ? হেমরাজ –বুঝতে পারছ না ? শোন বলি– রাধা—( বসিল ) বল ! হেমরাজ–( চকিতভাবে ) শব্দ ? রাধ –কিছু না ! হেমরাজ—আমার মনের তা হলে ! রাধা যা বলব তা শুনলে এখনি সমস্ত আলো নিভে ষাবে— বাতাস স্তব্ধ হয়ে যাবে, আকাশ কেঁপে উঠবে, তুমিও স্তম্ভিত হবে—তবু শোন...রাধ আমাকে চেননা তুমি, আমি সর্দার নই, ওমরাহ নই, আমি ঘৃণিত দমা ! রাজদণ্ডে দণ্ডিত ! রাধা হেম ঙ্গেমরাজ—আমি সেই দুৰ্দ্দাস্ত দস্থ্য চাদ রায়—তোমাকে যা বলেছি, মিথ্যা ! সব মিথ্যা ! তাই আজ তোমার পথ থেকে সরে যেতে চাই ! এ মণি রাজার মুকুট-শোভার জন্ত, হীন দম্যর বুকের জন্ত নয়, রাধা ! রাধা—আমি তোমার ভালবাসি, হেম ! হেমরাজ–ভুলে যাও, রাধ, দুঃস্বপ্নের মত আমার কথা ভুলে যাও, তুমি ! আমিও তবে ও কিসের डांब्रडौ । অগ্রহায়ণ, ১৩১৭ তোমাকে ভালবেসেছিলাম—অসম্ভব সম্ভব হয়েছিল ! কিন্তু তোমার নিৰ্ম্মল প্রেমের যোগ্য নই, আমি ! রাধা—তবু আমি ভালবাসি, হেম ! তুমি দম্য হও, যে হও, তবু তুমি আমার সর্বস্ব ! হেমরাজ - না! তুমি ভালবাস সর্দার হেমরাজকে, দম্য চাদরায় তোমার ভালবাসার যোগ্য পাত্র নয়, রাধা ! রাধা—হেম ! হেম রাজ –কি ? রাধা—তবে আমারো কিছু বলবার আছে । শোন-আমিও মিথ্যা বলেছি—আমি সর্দারকন্ত নই, হীন নর্তকী, আমার নাম লছমি ! তোমাকে ধরবার জন্ত শুধু ফাদ পেতেছিলাম রাজার অাদেশে,—কিন্তু কি ফাদে ধরা পড়েছি, তা তুমিই জানো ! হেমরাজ—নৰ্ত্তকী লছমী ৷ রূপব্যবসায়িনী লছমী— রাধা হঁ।, হীন, অতি হীন নর্তকীর প্রাণ তোমারই প্রেমে.সে আজ নুতন রূপে ভরে উঠেছে ! জীবনে এই প্রথম সে ভালবাসার স্বাদ পেয়েছে ! তা থেকে বঞ্চিত করেন। তাকে ! হেমরাজ–লছমী – রাধা—ন, লছমী নয়, লছমী মরেছে, আমি রাধা ! হেমরাজ-রাধ, এ কথা জামাকে লিশ্বাস করতে বল, তুমি ? রাধা—কি কথা ? 象 হেমরাজ—যে আমাকে তুমি ভালবাস, যে আমি তোমার সৰ্ব্বস্ব ! রাধা-বিশ্বাস কর, হেম, সত্য বলছি, এ