পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, অষ্টম সংখ্যা । কথা বিশ্বাস কর, পৃথিবীতে এমন সত্য আর কিছু নেই ! হেমরাজ—আমাকে ধরিয়ে দেবার জন্ত ফাদ পেতেছিলে তুমি, অথচ... ब्रांथ-श्रथ5 निरछहे श्रांभि कि ‘gरु न्डन ফাদে ধরা পড়েছি ! হেমরাজ—এ কথা সত্য ? রাধা—সতা, তোমার পদ স্পর্শ করে বলছি, এ কথা সত্য ! আজি যখন তোমারি প্রতীক্ষায় এখানে এসে বসলাম তখন চারিধার জ্যোৎস্নায় ভবে গেছে—কি সে সৌন্দৰ্য্য, কি সে শোভ—মনে তৃপ্তি ছিল না। তোমার জন্য প্রাণ অস্থির হয়ে উঠছিল—কি অধীর তীব্র সে ব্যাকুলতা ! সেই সময় প্রথম জানলাম এ খেলা নয়, প্রেমেরি জটিল বন্ধন ! সে বন্ধন ছেদন করবার শক্তি আমার নেই ! সে এমনি দৃঢ় ! হেমরাজ-রাধ, তুমি জানোন, কাল যদি ঘুণাক্ষরে এ কথা সন্দেহও করতাম আমি, তাহলে তোমার ঐ কোমল বুকে ছুরি বসাতেও দ্বিধা করতাম না ! ( বক্ষ হইতে ছুরি বাহির করিল ) এই দেখো ! রাধা—তাই করে—তোমার উপেক্ষার চেয়ে শাণিত ছুরিই আমার আদরের,গৌরবের, লাভের ! - হেমরাজ—না—দুর হোক, এ ছুরি— ( ছুরিক বাহিরে ফেলিয়া দিল )—রাধা— ब्रांथ|-कि ? হেমরাজ–জীবনে আমার আর কোন স্থা নেই ! সেনাপতিকে ডাক –প্রহরীদের ডাক --অামার তারা বন্ধন করুক ! ब्रां५l--न ! নর্তকী । స్త్రి 86 হেমরাজ—তবে আমি আত্মসমর্পণ করিগে, চাদরায়ের অস্তিত্ব এ পৃথিবী থেকে মুছে शांक ! ब्रांश्व!-नl, न ! হেমরাজ—তবে কি চাও, তুমি ? রাধা-চল হেম, লোকালয় ছেড়ে বনে যাই ! দুজনে থাকব...দুজনে শুধু—তুমি প্রভু, আমি দাসী ! বনের মাঝে হিংসা নেই, বন্দ্ব নেই, কোন কোলাহল নেই ! হেমরাজ –লছমী— রাধা—না, রাধা আমি ! আমার সমস্ত অতীত কলঙ্ক মুছে পায়ে যদি न शन मां७ অামাকে, তবে হত্যা কর, এখনি হত্যা কর ( হেমরাজের পদতলে লুষ্ঠিত হইল। ) হেমরাজ—( নিৰ্ব্বাকভাবে চাহিয়া ) রাধা, ওঠ—( রাধা দাড়াইল । ) এ প্রেম কতদিনের জন্ত ! এমন মিথ্যা হতে সন্দেহ হতে, প্রবঞ্চন হতে যে প্রেমের স্বষ্টি, বা প্রেম সত্যের উপর, মর্য্যাদার উপর, ভক্তির উপর প্রতিষ্ঠিত নয়, সে প্রেম কত দিন । রাধা—তবু সে প্রেম! হেমরাজ -কে জানে এ-ও ক্ষণিকের খেলা নয় ? খেলায় আমার সাধ নেই ! রুচিও নেই ! রাধা—উপরে ঐ অনন্ত আকাশ তার শপথ, এ প্রেম চিরদিনের—মেঘশূন্ত ঐ আকাশেরই মত সুন্দর, উদার, নিৰ্ম্মল এ প্রেম! বীরসিংহ আসিয়া অন্তরালে দাড়াইল । হেমরাজ-এ প্রেমে কোন পাপের স্পর্শ নেই ? রাধা-অসুতাপের অশ্রুতেও কি তা মুছে যাবে না ?