পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, সপ্তম সংখ্যা । করা যায় “রাজকন্ত” তেমন নহে! ইহাতে যাহা আছে, তাহ বাঙ্গালা সাহিত্যে বড়- একটা দেখিতে পাওয়া যায় না ! চরিত্রগুলিতে একটা অসাধারণত্ব ছিল ! R আমার পিতৃব্য ইণ্ডিয়ান থিয়েটারের এটর্ণি ছিলেন । সেই সুত্রে ম্যানেজারের সহিত আমার অল্প আলাপ ছিল ! প্রভাসকে লইয়। ম্যানেজার রামকালী বাবুব সহিত সাক্ষাৎ করিলাম। সুদক্ষ অভিনেতা ও প্রসিদ্ধ নাট্যকাব রামকালীব বাবুর নাম আর কে না শুনিয়াছে ? রীতিমত আগ্রহের সহিত রামকালীবাবু প্রভাসের নাটক খানি হাতে লইলেন। বলিলেন, “দশ বাবে দিন পরে সংবাদ দিব ।” আমি তাহীকে অন্তরালে লইয়া গিয়া কহিলাম, "বহিখানা সাধারণ নাটকের মত नग्न ।” রামকালীবাবু বলিলেন, “সাহিতো প্রভাস বাবুর নাম কে ন জানে ?" দুই সপ্তাহ পরে রামকালী বাবুর বেহাৱা আসিয়া আমাকে একখানি পত্র দিল ! পত্রের মৰ্ম্ম,—প্রভাসবাবুর নাটক সাহিত্য-হিসাবে স্বন্দর হইলেও অভিনয়ে তেমন জমিবে না – দৃশুপটাদি অঙ্কনেও বিস্তর ব্যয় হইবে। নুতন গ্রন্থকারের জন্ত সহসা এত টাকা ব্যয় করিতে তাহার সাহসে কুলায় না । ওথেল হ্যামলেট আজকাল অভিনীত হইলেও দশক জুটে না—তেমনি প্রভাস বাবুর নাটক দৃশুকাব্য হইয়াছে বটে, কিন্তু অভিনয়ের উপযোগী নহে । কাজেই তিনি দুঃথের সহিত নাটক &lनि cश्ब्रड °ाठाहेब्राcछ्न । আশা-হুত । ●8○ প্রভাস প্রত্যহই আপনার অদৃষ্ট-ফলের কথা জানিবার জন্ত আমার নিকট আসিত । সেদিনও আসিয়াছিল । রামকালীবাবুর পত্র দেখিয়া সে অবসন্ন হুইয়া পড়িল। তার মুখ সাদা হইয় গেল । কোন কথা না বলিয়াই সে খাতাথানি লইয়া চলিয়া গেল ! আমি ডাকিলাম, কিন্তু সে ফিরিয়াও একবার চাহিল না ! বেচারাব হৃদয়ে দারুণ আঘাত লাগিয়া ছিল ! এই সময় চৌবাড়ীর জমিদার ক্ষিতীশ চৌধুরীরা এক সখের থিয়েটারের দল খুলিল । তাহারা নূতন নাটকের সন্ধান করিতেছিল। আমি প্রভাসের নাটকের কথা বলিতে সে পাচ শত টাকা দিয়া নাটকের স্বত্ব ক্রয় করিয়া লষ্টতে উদ্যত হইল ! আমি গিয়া প্রভাসের সহিত সাক্ষাৎ করিয়া সকল কথা বলিলাম। প্রভাস কহিল, “সে থাত পুড়িয়ে ফেলেছি !” আমি অবাক হইয়া গেলাম । তার নকল নাই ?” “না –তার কোন চিন্তু রাখিনি ! ব্যর্থতার সাক্ষ্য রেখে লাভ কি ?” ক্ষোভে আমার অন্তর ভরিয়া উঠিল । প্রভাস কহিল, “কাল আমি ইণ্ডিয়ান থিয়েটারে গেছলাম—নাটক দেখতে । যা দেখলাম—কদৰ্য্য !” আমি কহিলাম, “রামকালীবাবুর নাটক ?” “ai ,” “রামকালীবাবুর নাটক একদিন দেখে এস, কি রকম ধরণটা ওরা চায় !” “দাসত্ব করতে বল, তুমি ?” “ত নয়, ঠিক ! তবে ষ্টেজের জন্তই যদি “সে কি ?