পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ما يعاملا করতে হয় তার পক্ষে কি রাল্লার কায করাটা এমনই শক্ত ? অনভ্যাস বশতঃ শারীরিক ক্লেশ হয় কিন্তু কাযটা কঠিন নয়। তার চেয়ে সংসারের সুশৃঙ্খলা স্থাপনের জন্ত প্রতি খুটিনাটির দিকে দৃষ্টি রাখা মুকঠিন নয় কি ? সন্তানদের দেখা শোনা, দাস দাসীদের পরিচালান করা, ঘর দ্বার পরিষ্কার রাখা, আর র্যাহার হাতে আমাকে সমর্পণ করেছেন তার সৰ্ব্ব কাৰ্য্যে সহায়তা করা ও তার সুখস্বচ্ছন্দের দিকে সৰ্ব্বপ্রকারে দৃষ্টি রাখতে আমাদের যত হয় এমনটি পল্লী মহিলাদের কিন্তু হয় না। আমি অনেক পল্লীগ্রামে গিয়েছি তাদের সঙ্গে পরিচিত হয়েছি তাতে এইটুকু বুঝেছি যে আমাদের ঘরকন্নার দtয়ীত্ব তাদের চেয়ে অনেক বেশি হয়ে পড়েছে । আজ তবে আসি । আপনার মেহের রেণু F한 8 ভাই ঠাকুরঝি – আর বোল’ না জলে মলুম। পুরুষদেয় চক্ষু যে ভগবান কেন দিয়েছেন বলতে পারি না। একটু কি পসন্দ নেই। মেজবোমাকে চডুকের তত্ত্ব কোরবো বলে দুটো জ্যাকেট কিনে আনতে বলেছিলুম বোলবো কি ভাই তোমার দাদা মোটা মোট দুটো সাটিনের জাম! এনে হাজির ৷ তাতে বিশ্বের জরী ফিতে লেস দেওয়া আছে। সে দুটো জ্যাকেট কি বালিসের খোল তার ঠিক নেই! দেখে ত उांब्रडौ । অগ্রহায়ণ, ১৩১৭ অবাক । তোমাদের শিল্পবিদ্যালয় কেমন চলছে ? রথের তত্ত্বর জন্ত কয়েকট জ্যাকেট আমাকে তৈরি করাইয়া দিতে পারকি ? দেখে যেন ভাল রকম হয় । ছিঃ ছিঃ পুরুষ মামুষের কি কিছু পসন্দ নাই। এদিকে ত ভাল কাপড়খালি পরলে ই করে চেয়ে থাকেন । তোমাব বৌদিদি পত্র নং ৫ প্রিয় ভগিনি— ভারত'তে আপনার মেয়ে যজ্ঞিব বিশৃঙ্খল পাঠ করিয়া সস্তুষ্ট হইলাম। মহিলাবর্গের দোষগুণ, অভাব, অভিযোগ মহিলাদেরই করা উচিত । আপনি এ বিষয়ে আলোচনা করিয়া ভাল করিয়াছেন । এক্ষণে মহিলাগণের নিকট আমার বিনীত নিবেদন এই যে, তাহার যেন প্রত্যেকে গৃহস্থালী বিদ্যাশিক্ষা শিশু পালন প্রভৃতির উন্নতি ও সুশৃঙ্খলা সম্বন্ধে চিস্তা করেন এই সকল বিষয়ে নিজেদের মধ্যে পত্রিকা প্রভৃতিতে আন্দোলন করেন । কেহ কোন বিষয়ের ক্রটা দেখাইলে ক্ষুঃ ন হইয়া যেন ক্রটি সংশোধনের চেষ্টা করেন । নমস্কার । আপনার শ্ৰীমতী দয়াবতী দেবী এক্ষণে ভারতীর পাঠিকাবর্গের প্রতি আমার নিবেদন এই যে, মেয়েযজ্ঞির বিশৃঙ্খলা নিবারণের উপায় যাহার যাগ মনে হয় যেন ভারতীতে প্রকাশ করিয়া অামাকে রক্ষা করেন

  • گی

ঐশবৎকুমারী চৌধুরাণী ।