পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩sশ বর্ষ, অষ্টম সংখ্যা । কুহেলিক পরিষ্কৃত হইয় পড়ে এবং মিশরীয় সাহিত্য স্বধীগণের কৌতুহল তৃপ্তি করিতে সক্ষম হয় । গ্রীকগণ যখন মিশর জয় করিয়াছিল তখনও প্রাচীন ভাষাভিজ্ঞ লোকের সম্পূর্ণ অভাব ঘটে নাই। কিন্তু এই ভাষা শিক্ষা করিতে গ্রীকগণ বিশেষ চেষ্টা করিয়াছিল বলিয়া বোধ হয় না । দুই একজন চেষ্টা করিয়া থাকিলেও তfহার শিক্ষা বিবরণ পাওয়া যায় নাই । অস্ত তঃ কোন গ্রীক পণ্ডিতই মিশরীয় ভাষা শিক্ষা ও পড়িবার উপায় সম্বন্ধে কিছুই লিখিয়া যান নাই। মিশবীয় লিপিকে গ্ৰীকগণ যে নামে অভিহিত করিত—তাহ। হইতে বোধ হয় গ্ৰীকগণ উক্ত লিপিকে •ধর্মের গুস্থতত্ত্ব প্রকাশক সাঙ্কেতিক চিহ্ন বলিয়া won offs (Hicroglyphics—hieros sacred, glyphein–to carve) fog foot," রীয়গণের দৈনিক ব্যাপারে ও যে ঐ একই লিপি ব্যবহৃত হইত তাহ পরে জানা গিয়াছে । খৃষ্টীয় প্রথম শতাব্দীতে মিশর রোমক সাম্রাজ্যের অন্তভূত হয়। তাগাব বহু পূৰ্ব্ব হইতেই প্রাচীন মিশরীয় ভাষা বিলুপ্ত হইয়া আসিতেছিল । মিশরের পূর্ণ অভু্যদয়ের সময়ও কতিপয় মুধীগণ ভিন্ন মন্ত কেহই প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলিতে বা লিখিতে পারিত না । প্রাচীন ভাষা ক্রমে পরিবৰ্ত্তিত হইয় এক স্বতন্ত্রভাষায় পরিণত হইয়া পড়িয়াছিল। মিশর রোমীয় সাম্রাজ্যের অন্তভূত হইবার পরে প্রাচীন ভাষা সম্পূর্ণ বিলুপ্ত হইয়া যায়। তখন প্রাচীন ভাষা লিখিতে ও পড়িতে পারে এমন লোকের সম্পূর্ণ অভাব হইয় পড়ে। রসেটা প্রস্তর। ఆNు নেপোলিয়ান বোনাপার্টির মিশরাভিযানের সহিত কয়েকজন বৈজ্ঞানিক মিশরে গিয়াছিলেন। মিশরে উপনীত হইয়াই তাহারা মিশরীয় প্রত্নতত্বাঙ্গুসন্ধানে নিযুক্ত হন, এবং মিশরের পুরাবস্তু সমূহ ফ্রান্সে অপ্তরিত করিতে প্রয়াসী হন । ইংরেজের প্রতিবন্ধকতায় ইহাতে র্তাহাব। কৃতকার্য্য হইতে পারেন নাই। ইংরেজগণ অনেক পুরাবস্তু স্বদেশে লইয়া যান। রসেটা প্রস্তর তাহাদিগের অন্যতম । ১৭৯৮ খৃঃ অব্দে নীলনদের মোহানায় রসেট নগরের সন্নিধ্যে সেন্ট জুলিয়ান দুর্গের ভগ্নাবশেষেব মধ্যে ফরাসীগণ রসেটা প্রস্তরখানা প্রাপ্ত হন । আলেকজাঞ্জিয়ায় সন্ধির পরে প্রস্তরখানি ইংরেজদিগকে অর্পিত হয়। ইংরেজগণ বৃটিশ মিউজিয়মে ইহাকে রক্ষা করেন। রসেট প্রস্তরের উপর ত্ৰিবিধ লিপি খোদিত আছে। প্রথমে মিশরীয় চিত্র লিপি, তৎপরে রেখা, কোণ ও চিত্রার্দ্ধসম্বলিত এক প্রকার লিপি । ইহা দেখিয়া একরূপ সংক্ষিপ্ত লিপি বলিয়াই ধারণ হয় । ইহাকে প্রাকৃত fifi (Enchorial or demolic) on 1 সৰ্ব্ব নিম্নে গ্ৰীক লিপি। একত্র সমাবেশিত ত্ৰিবিধ লিপি দেখিয়া প্রথমেই মনে হয় একই কথা ভিন্ন ভিন্ন লিপিতে লিখিত হইয়াছে । বাস্তবিক ও পণ্ডিতগণ আবিষ্কার করিয়াছেন যে, একই কথা তিন লিপিতে খোদিত আছে । ১৯৫ খ্ৰীষ্ট পুৰ্ব্বাবে মেমফিস নগরের যাজকগণ মিশরের গ্রীক রাজা পঞ্চম টলেমি, এপিফেনসকে দেব-সন্মান প্রদান করেন,— প্রস্তর লিপি তাহারই নিদর্শন । বৃটিশ মিউজিয়মের কর্তৃপক্ষগণ রসেট।