পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, সপ্তম সংখ্যা । করিল, উটুটিকে নিজেদের নিকটেই রাপিয়া দিল । এইরূপে বালকদের ক্রীড়ার মধ্যেই পৃথিবীর অভূতপূৰ্ব্ব বিরাট সাম্রাজ্যের প্রথম ভিত্তি গঠিত হইতে অীরস্ত হইল । ক্রমে সেই মেষপালক বালকগণ বড় হইয়া উঠিতে লাগিল এবং সেই সঙ্গে তৈমুরেরও তাহাদের উপর প্রভুত্ব ও প্রভাব বৰ্দ্ধিত হইতে লাগিল । এই প্রভুত্বের অধিকার-বলে তিনি অমুচরদিগকে যেরূপ কঠোরভাবে শাসিত করিতেন, তাহাতে ক্রমে ভাস্থার তাহtকে অত্যন্ত ভীতির চক্ষে দেখিতে অtল্লপ্ত করিল, তাহার প্রতিবাৰ করিতে আর কেহই সাহসী হইত না । একদিন তৈমুর শুনিলেন এক নেকড়ে বাঘ একটি মেঘকে লইয়া গিয়াছে । তিনি তৎক্ষণাৎ মেযপালককে তাহার অসাবধানতার জগু সমুচিত দণ্ড দানের ব্যবস্থা করিলেন। কিছুদিন পরে তাহার এক প্রজা একটি গরু চুরি করিতে যাইয়া ধরা পড়ে। নবীন নৃপতি তৎক্ষণাৎ তাহাকে খুলদণ্ডে বধ করিবার আজ্ঞা দিলেন। এই বিচারের ফলে মেষপালকের অধিনায়ক তাহার শক্তির বল বুঝিলেন এবং সাম্রাজ্য বৃদ্ধির আকাঙ্খায় প্রণোদিত হইলেন । মৃত ব্যক্তির পিতা ম'তা মনে করিলেন মেষপালকগণ বালক তৈমুরের হস্তে যে ক্ষমতা দান করিয়াছে তৈযুব এক্ষেত্রে তাহার অপব্যবহার করিয়াছে । এই বিশ্বাসে তাহার বিচারক ও উtহtর নৃশংস শাসনের পরামর্শদাতাগণের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়া যুদ্ধ ঘোষণা করিল। শাস্তিটা যে অসঙ্গত इ३झtश्शि ठाश्। उोश्।ङ्ग। मुन कुम्न ना३ । किङ्गु cस ব্যক্তি শাস্তি দtণ করিয়াছিল তাহকে শাসনকৰ্ত্তারূপে স্বীকার করিতে তাহার প্রস্তুত নহে । সেই জন্ত এই अछांग्र भूट्राब्र थउिएलाष श३दाब्र खन्न झ३ अंitनद्र অধিবাসীরা অর্থাৎ দুই পরিবারের পরিজ৭বর্গ নিকটবৰ্ত্তী মেধচারণ-ক্ষেত্রে যুদ্ধের জন্ত প্রস্তুত হইয়া मैज़ि३ण ।। ४ठभूम ॐांशद्र अन्न दद्रश्न रोौब्रभं८क লইয়া রণক্ষেত্রে অবতীর্ণ হইলেন এবং এই দুই পরিবারকে পরাজিত করিয়া তাহার ‘অমুচরবর্গ প্রথম জয়গৌরব লাভ করিল। তৈমুরের 5षन -*डभूव शश्रतः । ఆశి ( भiश् ७ झश्लङiनि विश्वङ्ग१ ७निघ्न। ८ङ्ग८५ब्र csं সাহসী যুবকগণ দলে দলে আসিয়া উtহার সহিত ८षांशृं लिछ । इंश्tद्रां न कgण३ ऊँtश्ॉब्र वंछ| इश्वोच्न छक्क ७९श्क, यक्९ यथार्नै ब्रालाब छाप्न তৈমুরের জাঙ্গাপালন করিয়া ইহার এক প্রকার গৰ্ব্ব ও আনন্দ অনুভব করিতে লাগিল । তৈমুরের যে সকল থেষণtল ছিল তাহীদের চারণোপযোগী যথেষ্ট ভূমি লাভ করিার জন্য এবং এতগুলি অনুচর মেষপালকের অধিকার বুদ্ধির জন্য, তাহার নুতন ভূমি জয় করা আবশ্ব ক হইয়া পড়িল । স্বলতান মামুদই ঠাহীদের নিকটতম প্রতিবেশী ছিলেন । তাহারা তাহঃকেই সর্বপ্রথম আক্রমণ করা সঙ্গত বলিয়। স্থির করিল, এবং ত’হার রাজ্য মধ্যে প্রবেশ করিয৷ একেবারে রাজধানী অধিকার করিবার পরামর্শ করিল । এই রাজধানীতে সেই প্রদেশের যত অল্পবয়স্ক মেষপালকগণ যাইয়া অtশ্রয় গ্রহণ করিত ! যুদ্ধ ব্যাপারে অনভিজ্ঞ এই অল্পবয়স্ক মেঘ-পালকগণ তাদেরই ন্যায় অল্পবুদ্ধি ও অল্পবয়স্ক এক নায়কের নেতৃত্বে চালিত হইয়। রাজধানীর সম্মুখে গিয়া উপস্থিত হইল। তৈমুরের সৈন্তগণ যে কোথায় छिन्नङिन्न श्घ्नl *फुिल उtशंद्र ठेिक नाई । श्रद८*८ष তৈমুর অমুচয়-বিহীন ভাবে একাকী পদব্রজে ভিক্ষ। করিতে করিতে প্রত্যাবৃত্ত হইতে বtধ্য হইলেন। একদিন এক গ্রামের মধ্য দিয়া যাইবার সময়ে তিনি খাদ্য সংগ্ৰহ করিবার চেষ্টা করিলেন। এক বৃদ্ধ। তাহকে চিনিত । সে তাহকে তাহার আপন কুটীরে লইয়া গেল এবং রাখালরাজকে এক সঙ্কীর্ণ রেকবে করিয়া দুটি গরম ভাত দিল। ক্ষুধায় কাতর হইয়। তৈমুর রেকাবের মধ্যস্থল হইতে ভাত লইয়া তাড়াতাড়ি যেমন খাইতে গেলেন, অমনি র্তাহার মুখ পুড়িয়া গেল। বৃদ্ধ হাসিয়৷ বলিল, “প্ৰভু, এই ঘটনা হইতে শিক্ষা করুন যে ভবিষ্যতে चांद्र कथंन७ मषTइल इझे८उ श्रांब्रड कब्रिह्वन नl, প্রান্তভাগ হইতে অtরস্ত করিবেন । প্রথমে সীমান্তু দেশ জয় না করিয়া ব্যস্ততা সহকারে দেশের মধ্যস্থলে