পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, অষ্টম সংখ্যা । ধারণা হইল ষে তিনিই তাছার স্বদেশকে ও বন্ধুবৰ্গকে বিপদসাগরে ডুবাইলেন, সাধারণ তন্ত্র প্রতিষ্ঠার আশা সুদূর পরাহত করিলেন। এই সকল অমঙ্গলের বিষয় চিন্তা করিতে করিতে তিনি উন্মাদের দ্যায় হইয়া আত্মহত্যা করিলেন । তাহার এই অপ্রত্যাশিত মৃত্যুতে সকলেই কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়। কে যে কি করিবে তাঙ্গ কিছুষ্ট স্থির করিতে পারিল না, অনেকেই মনে করিল বিদ্রোহেব সকল আশা বাৰ্থ হইল ! কিন্তু সৌভাগ্যবশতঃ এই অধিনায়ক আসিয়া উপস্থিত হষ্টল । মেকাডে zittiền (Machado Santcs) zifcx q«* ণেী-কৰ্ম্মচারী এই সময়ে অদ্ভুত প্রত্যুৎপন্নমতিত্ব ও নেতৃত্বশক্তির পরিচয় দিলেন। তিনি প্রাণপণ চেষ্টায় আডমিরেল রীসের অভ}ব পূর্ণ করিবার চেষ্টা লাগিলেন। বিদ্যুতের ন্তায় ক্ষি প্রবেগে তিনি সৈনিকগণকে, সাধারণ প্রজা ও ছাত্রবৃন্দকে একত্রিত কাবয় বিদ্রোহীদলের সৈন্ত রচনা করিলেন । রাজ ধানীর পথে পথে আত্মরক্ষার জন্ত প্রাচীব গঠিত করিলেন। এই প্রতিভাবান পুরুষের প্রবল চেষ্টায় রাসের মৃত্যুর প্রায় ৪৫ মিনিট পরে বিদ্রোহীর কামান গজ্জিয়া উঠিল । সংগ্রামসচিব তখন কোমল শয্যায় নিদ্রাসুখ ভোগ করিতেছেন । প্রধানসচিব তখন নিশ্চেষ্ট হুইয়া রাজ প্রাসাদে বসিয়া আছেন । রাজধানীর পথে পথে বিদ্রোহ জ্বলিয়া উঠিল। রাজপক্ষীয়েরা ও সশস্ত্রে রণক্ষেত্রে অবতীর্ণ হইলেন সত্য, কিন্তু তাহাদের সকল চেষ্টাই ব্যর্থ হইল। বিদ্রোঙ্গীদের অসম সাহস ও আত্মোৎসর্গের সম্মুখে তাহার পড়িল । সময়ে অষ্টাদ্য করিতে পর্তুগালে সাধারণ তন্ত্র । ÝᎼNy পদে পদে পরাজিত হইতে লাগিলেন। রাজা মামুয়েল সেই রাত্রেই রাজপরিবার লইয়। রাজধানী ত্যাগ করিয়া জিব্রালটারে পলাইলেন । দুই দিনের মধ্যেই একপ্রকার বিনা রক্তপাতে সাধারণ-তন্ত্র প্রতিষ্ঠিত হইল । ইহা একটি অভূতপূৰ্ব্ব ব্যাপার। যুদ্ধের পবে সাধারণ-তন্ত্রীব রাজপক্ষীয় সেনাপতি কনসিরোকে (conciro) ডাকিয়৷ পাঠাইয়া বলিলেন রাজা যখন সিংহাসনত্যাগ করিয়াছেন তখন র্তাহার রাজপক্ষ ত্যাগ করাই কৰ্ত্তব্য । তিনি ঘৃণাভরে তাহীদের সে অনুরোধ উপেক্ষা করিলেন। রাজা যে সিংহাসন ত্যাগ করিয়াছেন এ কথা তাহার কোনমতেই বিশ্বাস করিতে প্রবৃত্তি হইল না । তিনি যে বিদ্রোহদমনে কৃতনিশ্চয় হইয়াছেন এই কথা স্বয়ং রাজাকে জানাইতে তিনি তৎক্ষণাৎ রাজ প্রাসাদে গেলেন । কিন্তু রাজা কোথায় ! ক্ষোভে অন্ধ হইয়া বিদ্রোহীদের নেতৃসমীপে উপস্থিত হইয়া তিনি বগিলেন— “ এখন আমি তোমাদের শাসন স্বীকার করিলাম এবং তোমাদের প্রজা হইতে প্রস্তুত হইলাম। কিন্তু আমি তোমাদের পক্ষ লইয়া অস্ত্ৰধারণ করিতে অক্ষম । আমি আমার সেনাপতিত্ব আজ ত্যাগ করিলাম।” এই সেনাপতির অস্ত্রত্যাগেই বিদ্রোহীদল পরিণামে জয়ী হইল । পিতার আকস্মিক মৃত্যুতে অল্পবয়স্ক রাজা মামুয়েল যেমন অপ্রত্যাশিতভাবে অকস্মাৎ সিংহাসন লাভ করিয়াছিলেন, আজ তাহা হইতেও অধিক অকস্মাৎভাবে রাজ্যচু্যত, সিংহাসনচ্যুত হইলেন। কালের খেলা এমনি দুৰ্ব্বোধ্য ! এক রাত্রির মধ্যে রাজা ভিখারী ! হইতে