পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|9 సె 8 এই প্রসঙ্গে ভারতের সহিত পৰ্ত্ত গালের সম্বন্ধ বিবরণ কিছু বলিলে বোধ হয় পাঠকের অপ্রীতিকর হইবে না । আজ পর্তুগাল ইয়ুরোপে এক প্রকার নগণ্য বলিলেও হয়। কিন্তু একদিন এই পর্তুগালই বাণিজ্যব্যাপারে ও সাম্রাজ্য বিস্তারে ইয়ুরোপের অগ্রগণ্য ছিল । পৰ্ত্ত গাল নাবিকগণ প্রাচ্য জগতের যে কত দেশ ও দ্বীপ আবিষ্কার করেন, তাহার হয়ত্ত নাই । জলপথ দিয়া ভারতবর্ষে অtঃসবার পথ সৰ্ব্ব প্রথম পর্তুগালই বাহির করে। ১৪৯৮ খৃষ্টাব্দে প্রসিদ্ধ নাবিক ভাস্কো ডি গাম যেদিন আফ্রিকার গুডহোপ অন্তরীপ প্রদক্ষিণ করিয়া ভারতবর্ষে আসিয়া কালিকাটে ( calicut ) পদার্পণ করেন, সেই দিন হইতেই পৃথিবীব ইতিহাসে এক যুগান্তরের স্বচনা হইল। তাহার পূৰ্ব্বে ভারত ও প্রাচ্য দেশের সহিত সমুদয় বাণিজ্যই আরবদিগের হস্তগত ছিল। এই বহুমূল্য বাণিজ্য হস্তগত করিবার উদ্দেশুেই ভারতবর্ষের পথ আবিষ্কৃত হয় এবং দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা ও সভ্যজগতের সহিত স যুক্ত হয় । সে সময়ে পর্তুগালের রাজার নাম ছিল এমাহুয়েল র্তাহাকে সকলেই সৌভাগ্যবান বলিয়া ডাকিত। কিন্তু তাহার প্রজাগণের এই সকল আবিক্রিয়ার সফলতা ধে রাজসাহায্যে বা উৎসাহে সম্পন্ন হইয়াছিল এরূপ কোন প্রমাণ পাওয়া যায় না। ভারতবর্ষের জলপথ আবিষ্কার করিবার পর ভাস্কো ডি গামা স্বদেশে প্রত্যাবর্তন করেন। পরে পুনরায়—ভারতে আগমন করিয়া তিনি মালাবার তীরে একছত্র বাণিজ্যসত্ত্ব লাভ (Emmanuel ) | ভারতী । অগ্রন্থায়ণ, ১৩১৭

  • Can I sofson (Francis at Almedia) ভারতে প্রথম পর্তুগীজ রাজপ্রতিনিধি। ফ্রান্সিস ভাস্কোর বিজিত রাজ্যে অনেকগুলি কারখানা স্থাপিত করেন এবং সিংহল ও মালডিহ, দ্বীপপুঞ্জ পর্তুগালের সাম্রাজ্যভুক্ত করেন। কিন্তু ভারতে পর্তুগীজ শাসন কর্তৃগণের মধ্যে শ্রেষ্ঠপুরুষ ছিলেন আবুকার্ক (Albuquerqu) sase setts, citii siin অধিকাবই তাহার শ্রেষ্ঠ কীৰ্ত্তি। তাহার এই যুদ্ধজয়ের ফলে পর্তুগালই পারস্ত উপকূল হইতে জাপান পৰ্য্যস্ত সমস্ত প্রাচ্য জগতের বাণিজ্যের

সৰ্ব্বময় কৰ্ত্তা রহিল, এবং প্রায় ৬০ বৎসর ধরিয়া পর্তুগালের রাজাই আসিয়ার দক্ষিণ ভাগেব সৰ্ব্বময় অধীশ্বর বলিয়া স্বীকৃত হইলেন। আবুকার্কই সৰ্ব্বপ্রথম সুয়েজ পর্য্যস্ত রণপোত লইয়া অগ্রসর হন। এই বাণিজ্য পথটি র্তাহাদের জাতীয় সম্পত্তি করাই তাহার উদ্দেশু ছিল । সেকালে পারস্ত উপসাগরে আম্মাজ নগর একটি প্রধান বাণিজ্য স্থান ছিল। আৰু অনেক কষ্টে তাক অধিকার করিলেন । কিন্তু তাহার খ্যাতি ও শক্তি দেখিয়া রাজদরবারে তাহার অনেকগুলি শত্রু জুটিয়াছিল। অরমাজ অধিকার করিয়া ফিরিতেছেন, এরূপ সময়ে গোয়া বন্দরের মুখে একখানি জাহাজ তাহাকে তাহার কৰ্ম্মচ্যুতির আদেশপত্র দাম করিল। তিনি দেখিলেন র্তাহার একজন চিরশত্রু তাহার কৰ্ম্মে নিযুক্ত হইয়াছে। এ অপমান তাহার সহ হইল না, তাহাকে স্বদেশে ফিরিয়া যাষ্টতে হইল না, পথেই उँाहाब्र भृङ्का श्हेण । भृङ्काब्र भूरकी डिनि তাহার রাজাকে এক হানি পত্র লিখিয় তাহার