পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, অষ্টম সংখ্যা । শত্রুদিগের রটনা যে মিথ্যা তাহ প্রমাণ করিয়া যান এবং তাহার দ্যায়তঃ প্রাপ্য পুরস্কারাদি র্তাহার পুত্রকে দিতে অনুরোধ করেন । পত্র পাইয়া রাজার জ্ঞান হইল, কিন্তু তখন আর আবুকে ফিরিয়া পাইবার কোনও উপায় নাই । অগত্য র্তাহার পুত্রকেই তিনি সম্মান ও সম্পদে ভূষিত করলেন। আবুব প্রকৃতি উদ্ধত ও যথেচ্ছাচারী ছিল স ত্য, কিন্তু তিনি এরূপ বীর এবং সুদক্ষ ও ন্তায়পরায়ণ শাসনকর্তা ছিলেন যে তাহার মৃত্যুর পবে, হিন্দু মুসলমান তাহার সমাধি স্তম্ভের নিকটে গিয়া পরবত্তী শাসনকৰ্ত্তাদিগের অত্যাচার হইতে অব্যাহতি লাভের জন্ত র্তাহার সাহায্য প্রার্থনা করিত। যেদিন হষ্টতে পর্তুগাল স্পেন রাজ্যের অধীন হইল এবং স্পেনের সহিত অঙ্গাষ্ঠ ষ্টযুরোপীয় গণ যোগদান করিল সেই দিন হইতেই ভারতে পৃথিবীর ইতিহাস । ఆసt তাহার শক্তির অধঃপতন আরম্ভ হইল । পর্তুগালের শক্তি হ্রাসের আরম্ভেই ডাচের প্রাচ্যদেশের সহিত বাণিজ্য করিবার জন্ত একটি কোম্পানি গঠিত করিল। ১৬০২ হইতে ১৬১০ সালের মধ্যে তাহারা পর্তুগালের প্রাচ্য রাজ্যসমূহ প্রায় সবই অধিকার করিয়া লষ্টল। ভারতে দুই চারটি ক্ষুদ্র স্থান ভিন্ন পর্তুগালের আর কিছুষ্ট রহিল না। দক্ষিণ আফ্রিক1, সিংহল ও যবদ্বীপ সমস্তই ডাচের। অধিকার করিল। পর্তুগাল 2 이 দেখাইল বটে, কিন্তু পরে ক্রমে ক্রমে অদ্যাগু জাতিব! আসিয়া একে একে ভারতে আধিপত্য বিস্তার করিতে eাগিল । সালে ইংৰাজ, ১৬১৪ সালে ফবাসী ও ১৬১২ সালে দীনেমারের আসিল । আজিও গোল্লা ও যে দু' চারিটি ক্ষুদ্র স্থানে পর্তুগাল উপনিবেশ আছে সে সকল স্থানেও সাধারণ তন্ত্রের অধীনে এখন স্বায়ত্ত শাসন স্থাপিত হইতে চলিল ।

  • Vo o

পৃথিবীর ইতিহাস বাঙ্গালী সাহিত্যাকুরাগী ব্যক্তিমাত্রেই অবগত আছেন, খ্ৰীযুক্ত দুর্গাদাস লাহিড়ী মহাশয় “পৃথিবীর ইতিহাস” সঙ্কলনে উদ্যোগী হইয়াছেন। আমরা এগ্রন্থখানি পাঠ কবিবার জন্ত উদগ্রীব হইয়াছিলাম। এক্ষণে "পৃথিবীর ইতিহাস” গ্রন্থের প্রথম খণ্ডভারতবর্ষ প্রকাশিত হইয়াছে । এই খণ্ডে প্রাচীন ভারতবর্ষ আখ্যায়, বেদ চতুষ্টয়, যডুবেদাঙ্গ, ষড়দর্শন, পুরাণ, তন্ত্র, প্রভৃতি বিশদভাবে বিবৃত হইয়াছে। গ্রন্থের ছাপা বাধাই কাগজ প্রভৃতি দিব্য পরিপাটি। গ্রন্থকাৰ স্বচনায় বলিয়াছেন, “এই পৃথিবীর ইতিহাস এক বিরাট কল্পনা । অনুন ত্রিংশ খণ্ডে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা । * * পৃথিবীর সকলদেশের সর্ববিধ জ্ঞাতব্য তত্ব বাঙ্গালা ভাষার এই পৃথিবীর ইতিহাসে সন্নিবিষ্ট করিব।” বর্তমান খণ্ড এই সুবিরাট গ্রন্থের छूभिक मांब ।। একের চেষ্টায় এ ব্ৰত-উদযাপন হওয়া দুরূহ ব্যাপার । বিষয়টি যেমন গুরুতর এবং বিশাল, তাহাতে বিশেষজ্ঞগণের সম্মিলিত চেষ্টা এতৎপ্রতি প্রযুক্ত হইলে সমগ্র বিশ্বের সাহিত্যে