পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, ষ্ট্রের সংখ্যা । পারে। ইনি পূৰ্ব্বে বঁকিপুরে ব্যারিষ্টারি झद्विदृङम । उ९नि दॆशाद्म *द्विष्ठश्च श्राषझ। বড় একটা জানিতাম না। পরে ‘মোসলেমলিগ প্রতিষ্ঠিত হওয়ার পর হইতেই আমাদের র্তাহার সহিত প্রথম পরিচয় হয়। এখন ক্তিনি কালকাতা হাইকোটে গবর্ণমেণ্টের ট্র্যাণ্ডিং কা উন্সেল পদে অধিষ্ঠি ত । এরূপ পদ হইতে কাউন্সিলের মেস্বর পদ প্রাপ্ত এদেশে নিতান্ত বিরল । কিন্তু হঠা আমাদের সৌভাগ্য ঙ্ক ষ্ট হবে । C等aal গুণেরই আদর প্রকাশ পাইতেছে । সৰ্ব্বক্ষেত্রে সব্বতোভালে গুণের সমাদরই যথার্থ পক্ষে দেশের পক্ষে প্রল্যাণ প্রদ। এই প্রসঙ্গে একটা কথা কর্তৃপক্ষকে বলা আমরা সঙ্গত বিলেচনা করি । বিল ত হইতে ঘথন বিলাতী সচিব নিযুক্ত হইবার ব্যবস্থ৷ হষ্টয়াছিল তখন র্তাহার ব্যারিষ্টার হওয়া ব{ল ে৩ 의 CF कवि ब्रजन्रौक्रांखcगन । అమ్బ్రో आवश्रुक बजिब्र! हिब्र झहेब्रांfछ्ण । छांद्भएछ হইতে ভারতবাসী ৰখন এই কৰ্ম্মে নিযুক্ত হুইবেন বলিয়। স্থির হুইয়াছে তখন-কি ব্যারিষ্টার কি প্লিডার যোগ্যতামুপারে আইন ব্যবসায়ী মাত্রেরই এ পদ লাভে অধিকার থাকা আবশুক । ঐযুক্ত চন্দ্রমাধব ঘোষ, ঐযুক্ত রাসবিহার ঘোষ, শ্ৰীযুক্ত সারদাচরণ মিত্র, মাননায় শামসুল হুদা ইত্যাদি প্রতিভাবাল লোকে বা যে আইন বিষয়ে ব্যারিষ্টার অপেক্ষা অজ্ঞ বা ব্যবস্থাসচিবের কৰ্ম্মের পক্ষে অনুপযুক্ত এ কথা কোন মতেই বলা যাইতে পারে না । গুণের যথার্থ অfদর করিতে হইলে কোন গণ্ডী বিশেষের মধ্যে অন্বেষণ করা ঠিক সঙ্গত নহে । আমরা আশা করি গবর্ণমেণ্ট যোগ্যতার প্রতি লক্ষ্য রাখিয়া এই সঙ্কীর্ণ গণ্ডার বেড়া যাহাতে শীঘ্ৰ ভাঙ্গিয়৷ যায় সে বিষয়ে চেষ্টা করিবেন। কবি রজনীকান্ত সেন । পাবন। সম্মিলনীর বিশেষ অধিবেশনে পঠিত । রজনীকাস্তের ক্ষুদ্র জীবন কেবলমাত্র ৪৪ বৎসরের সমষ্টিমাত্র । এই অনতিদীর্ঘ জীবনের মধ্যে তিনি বাঙ্গাল সাহিত্যের সহিত এমন ভাবে জড়িত হুইয়। পড়িয়াছেন যে তাহার বিচ্ছেদ আমাদের সাহিত্যের পক্ষে গুরুতর ক্ষোভের বিষয় । ১২৭২ সালের ১৭ই শ্রাবণ সিরাজগঞ্জের অন্তর্গত ভাঙ্গাবাড়ী গ্রামে রজনীকান্ত জন্ম গ্রেহণ করেন । কৰ্ত্তৰ্যপরায়ণ পিতার সম্লেছপালনে তাহার কিশোর জীবন বিকশিত হইয়া উঠে । পুত্রের শারীরিক ও মানসিক উন্নতির দিকে এই পিতার অনলস সতর্ক দৃষ্টি দেবতার শ্রেষ্ঠ আশীৰ্ব্বাদের স্থায় কাৰ্য্য করিয়া আসিয়াছে । বালক রজনীকান্ত অটুট স্বাস্থ্যের প্রতিমূৰ্ত্তি ছিলেন। ব্যায়ামের প্রদর্শনীতে প্রতিবারই তিনি প্রথম অথবা দ্বিতীয় স্থান অধিকার করিতেন। পুরস্কারও cदानवांद्र शाक याध नाझे । पञाङ्ग ॐाझांज्ञ মানসিক উন্নতি সম্বন্ধে বঙ্গীয় পাঠকের নিকট আমাকে বিশেষ করিয়া কিছু বলিতে হইবে