পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১০ পরিবারের মহিষ আছে। তাহা হইতে ইহার প্রচুর স্থত মাখনাদি প্রস্তুত করিয়া বিক্রয় করে। যদি কোন টোডার মহিষ মরিয়া যায় তবে অন্ত টোডারা নিজেদের মধ্য হইতে দুই একটি দান করিয়া তাহার মহিষ সংখ্যা পূর্ণ করিয়া দেয়। মহিষ রাখিতেও ইহাদের কোন খরচ নাই। তাহারা সমস্ত দিন পাহাড়ে চরিয়া থায়, আর বিকালে টোডা রমণীর ডাকে কুটীর সন্নিধানে আসিয়া দুগ্ধদোহন করিতে দেয়—তারপর রাত্রে কুটীরের কাছাকাছি যেখানে সেখানে শুইয়া থাকে। মহিষগণ ক্ষুদ্র টোডা বালকের হস্তে ও পরিচালিত হইয়া থাকে কিন্তু সহরের লোকের পক্ষে ইহারা ভয়ানক । যে পাহাড়ে মণ্ডিয চরে সেখানে কেহ আসিতে পারে না । বিশেষতঃ ইংরাজ ঘোড়সওয়ার দেখিলে ইহার মহা ক্ষেপিয় ওঠে। মহিষ ঘৃত দুগ্ধাদি বা বাসস্থানের জন্ত - ইংরাজ গভর্ণমেণ্টকে ইহাদের কর দিতে হয় না। ইংরাজ নীলগিরি লইবার আগে যেসকল অরণ্যভূমি টোডাদের ভোগদখলে ছিল গভর্ণমেণ্ট সেই সকল স্থান ইহাদিগকে নিষ্কর দান করিয়াছেন ; তবে ইহাতে তাহাদের বিক্রয়াধিকার নাই। টোডাদের অবস্থা এত স্বচ্ছল, গভর্ণমেণ্টের ইহাদের প্রতি এত অনুগ্রহ–আবশুকের অধিক ইহাদের উপার্জন—তথাপি ইহাদের সস্তানাদি নিতান্ত অল্প। যোগ্যজাতিই যে downe (Survival of the fittest) (awton তাহ প্রত্যক্ষ দেখা যায়। প্রতি অরণ্যে ২•॥২৫ জনের বেশী টেড নাই। দূর অরণ্যেও শুনিলাম টোডার সংখ্যা ক্রমশই ভারতী । পৌষ, ১৩১৭ কমিয়া আসিতেছে। টোডারা অত্যন্ত অলস। স্ত্রীলোকের গৃহকাৰ্য্য, এবং পুরুষের ঘূতাদি প্রস্তুত ও বাজারে ক্রয়বিক্রয় কাৰ্য্য ছাড়া অন্ত কোন কাজ নাই । ইহার কৃষিকাৰ্য্য সহজেই করিতে পারে কিন্তু করে না । চাকরী ক বা ত নিতাস্ত অপমানজনক জ্ঞান করে। আসল কথা ইহাদের অন্ত কোন কাজের অবিশু্যক নাই । ঘৃত বিক্রয়ে ইহারা যাহা উপার্জন করে তাহাতে বেশ বাবুগরি করিয়া থাকিতে পারে । দুঃখের বিষয়—অর্থের প্রকৃত ব্যবহার ইহাব জানে ন। অন্ত কোন সভ্যতর জাতি ইহাদের মত স্বচ্ছল অবস্থায় যেরূপ আয়েস আরাম সুবিধা কিনিতে পাবিত— ইহার উপায় সত্ত্বেও তাছা করে না। বন্ত ফলমূল, ও দুধই ইহাদের প্রধান আঙ্গার। গোধূম চাল ও আলু আজকাল ইহারা থাইতে আরম্ভ করিয়াছে ; মাছ মাংস ই হার খায় না। অন্তান্ত তরী তরকারী মিষ্টান্ন দ্রব্যাদি সহর হষ্টতে যাহা সহজেই পাইতে পাবে তাছাও তাহাবা দৈবাৎ কেনে । নুতন গ্রহণের মধ্যে তামাক ও নস্তের আয়েস তাহারা বুঝিয়াছে- আর বুঝিয়াছে ভিক্ষায় আয়েস । দাস্তবৃত্তি তাহারা অপমানজনক জ্ঞান করে কিন্তু ভিক্ষায় অপমান নাই। মেম সাহেবের তাহদের দেখিতে গুেলেই তাহারা বক্সিশস্বরূপ কর চাহে,—আমরাও অবশু এ দাবী পূরণে বাধ্য হইয়াছিলাম। টোডার নাচ বড় অদ্ভুত। স্ত্রীলোকে নাচে যোগ দেয় না। ৭৮ জন পুরুষে মিলিয়া হাত ধরাধরি করিয়া গোল হইয়া দাড়ায়,— দাড়াইয়া ও হাউ ও হাউ করিয়া চীৎকার করিতে করিতে তালে তালে এক সঙ্গে প।