পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । কেহ সামান্ত গৌরবর্ণ। ইহাদের স্ত্রীপুরুষ উভয়েরই ভিতরে ঘাগরার স্তায় কটিবন্ধ বস্ত্র— জড়ান ; আর একখানা লম্বাচাদর গলা হইতে পী পৰ্য্যন্ত ঝোলান। ইহাদের সকলেরি কেশ প্রায় কুঞ্চিত এবং আস্কন্ধ লম্বমান । এইরূপ বেশ বলিয়া যাহারা মুত্র দেখিতে তাহাদিগকে যেন ছবির মত দেখায়। দুঃখের বিষয় আমরা যেরূপ সুশ্ৰী টোটা দেখিয়াছি এস্থলে সেরূপ কোন চিত্র দিতে পারিলাম না । নীলগিরির টোডা জাতি । টোড খুকী। আগে নাকি ইহার একরূপ নগ্ন থাকিত, গভর্ণমেণ্টের আদেশে কাপড় পরিতে বাধ্য হইয়াছে। যাহারা দুর অরণ্যে থাকে তাহদেরও গুনিলাম এখন এই রকম বেশ। টোডা যুবতীগণ সাধারণতঃ বেশ Գ e :Տ ফিটফাট, সাজসজ্জার দিকে বিশেষ একটু মনোযোগী। সকলেরই সন্মুখের চুল বেশ একটু পরিপাট করিয়া আঁচড়ান-মুখ মার্জিত পরিষ্কার, কেহ কেহ কেশগুচ্ছ-কুঞ্চিত করিয়া মাথার মধ্যে গুজিয়া রাথিয়াছে, উপযুক্ত সময় ঝুলাই য়া দিবে। কাহারো অলক গুচ্ছ দ্বিধাযুদ্ধ-সীমস্তের পাশ্বে ও ੋਂ আলদ্বিত, কাহারে গাত্রে অল্পস্বল্প রৌপ্যাভরণ, —উল্কাভূষাও ইহাদের দেখিলাম ; কিন্তু অধিক নহে। বস্তুতঃ চেহারায় নহে, বাসস্থলে এবং আচার ব্যবহারেই ইহাদের অনাৰ্য্যত্ব অসভ্যত্ব প্রত্যক্ষ। তাহা কুটীর চিত্রে পাঠক বুঝতে পরিবেন। প্রত্যেক টোডাপাড়ার বাস কুটীর কয়খানি হইতে দূরে একখানি করিয়া শুষ্ঠ কুটার থাকে। ইহা টোডাদিগের দেবস্থান। এখানে কোন প্রকার মূৰ্ত্তি নাই। ইহার মহিষ তুষ্ক আনিয়াএখানে মাখন ঘূতাদি প্রস্তুত করে। ইহাই টোডাদের পূজা। স্ত্রীলোক এ গৃহে প্রবেশ করে না ; দধিমন্থন श्रृङ्गारुब्रहे কাৰ্য্য। দেবস্থানের অর্থ কি জিজ্ঞাসা করিয়া শুনিলাম —“যেখানে হারিস ডারিস্—অর্থাৎ ঈশ্বর থাকেন” । জিজ্ঞাসা করিলাম—“ঈশ্বর কে ?" "যিনি এসব স্বষ্টি করেছেন।” “তিনি কি ঐ স্থানে থাকেন ?" “আমাদের পূজা লইতে তিনি ঐখানে আসেন। দুধ ঘিতে তিনি সন্তুষ্ট।” অবশু আমাদের ভূত্য ইন্টারপ্রেটারের কাজ করিয়া আমাদের এইরূপ बूक्षाझेब्र निग । টোডাদিগের অবস্থা বেশ স্বচ্ছল, কেহ দরিদ্র સાફ , રહા૭•ા8°ા8 ° করিয়৷ এক এক