পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা। তাহাই লিপিবদ্ধ করেন। সেই সেই গ্রন্থ শিষ্য নামে সংসারে প্রচারিত হয়। অধুন চরক ও সুশ্রুতই কালের স্রোত অতিক্রম করিয়া অবশিষ্ট রহিয়াছে। নাগাৰ্জ্জুনের সময় জনক রাজার শালাক্যশাস্ত্র, কৌমারভূত্য সেক্ষপীয়র সম্বন্ধে দুই একটি কথা । צלאף শাস্ত্র এবং অগ্নিবেশ, ভেল, জাভুকৰ্ণ, পরাশর হারাত ও ক্ষারপাণি আত্ৰেয়ের এই ঘটুশিষ্যরচিত তন্ত্র বা চিকিৎসাশাস্ত্র বর্তমান ছিল। উত্তর তন্ত্রে ইনি তত্ত্বৎ শাস্ত্রের সহায়তা গ্রহণের বিষয় উল্লেখ করিয়াছেন। শ্ৰীকৃষ্ণানন্দ ব্রহ্মচারী। সেক্ষপীয়র সম্বন্ধে দুই একটি কথ। ইংরাজী সাহিত্যে সেক্ষপীয়র সৰ্ব্বোচ্চ আসন অধিকার করিয়া আছেন । র্তাচার নাটকাবলী মানবচরিত্রের দৃষ্ঠপট স্বরূপ । কিন্তু বড়ষ্ট দুঃখেব বিষয় যে, জগতের এই সাহিত্য সম্রাটের জীবনী সম্বন্ধে বিশেষ কিছুই জানা নাই । নিকোলাস রো সৰ্ব্বপ্রথমে সেক্ষপীয়রের একটা সংক্ষিপ্ত জীবনী লিখিয়াছিলেন । তৎপরে ম্যালোন বহু অনুসন্ধান ও অধ্যবসায় দ্বারা সেক্ষপায়র সম্বন্ধে বহু তত্ত্ব আবিষ্কার করেন । কবির পিতাব নাম ছিল জন সেক্ষপীয়র। আশ্চর্য্যের বিষয় এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবির পিতা নিজের নামটী পর্য্যন্ত লিখিতে পারিতেন না ! কবির মাত মেরী আর্ডেন ওয়ারউইক সায়াবের প্রাচীন আর্ডেন বংশসভূতা। ষ্ট্রটফোর্ড নগরে কবিৰ জন্ম। ১৫৬৪ খ্ৰীঃ অব্দের ২৬শে এপ্রিল উইলিয়ম সেক্ষপীয়রকে খুষ্টধৰ্ম্মে দীক্ষিত করা হয় । তদানীন্তন রীতি অনুসারে তিন দিবসের মবজাত শিশুকে দীক্ষিত করা হইত । ইহা হইতে অকুমান করা হয় যে ২৩শে এপ্রিলই সেক্ষপীয়রের জন্মদিন । ১৫৬৪ খ্ৰীঃ অবেই ট্রাটফোর্ড নগরে প্লেগ ব্যাধির প্রাদুর্ভাবে গড়পরতায় ১৪ • • লোকের মধ্যে প্রায় ২৪০ জনের মৃত্যু হয়। ইংরাজী সাহিত্যের গৌরব বৰ্দ্ধনের জন্তই বোধ হয় বিধাত এই শিশুটিকে রক্ষা করিয়াছিলেন । সেক্ষপীয়রের চরিত্রে যে নারীসুলভ কোমলতা এবং সৌন্দর্য্য পরিলক্ষিত হইত সে সমস্ত র্তাহাব জননীর আদর্শ এবং শিক্ষা হইতে অর্জিত। স্ত্রীজাতির শ্রেষ্ঠ গুণরাশি তাহার জননীর চরিত্রে বর্তমান ছিল, এবং তাহাব চবিত্র হইতেই তিনি নারীচরিত্র সম্বন্ধে অনেক অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন। টমাস জলিফ প্রতিষ্ঠিত ( Thomas Jolyfic) স্ট্রাটফোর্ডের একটি অবৈতনিক স্কুলে সেক্ষপীয়র শৈশবে অধ্যয়ন করেন, এবং একটুখানি লাটিন ও তদপেক্ষাও অল্প গ্ৰীকভাষা শিক্ষা করেন। সম্ভবতঃ পরে তিনি কিছুকাল এই স্কুলে অধ্যাপকের কার্য্য করিয়াছিলেন। অনেকে র্তাহার লেখা হইতে এইরূপ অকুমান করেন, যে তিনি কিছুকাল আইন শাস্ত্র অধ্যয়ন করিয়াছিলেন। কিম্বা তাছার আত্মীয় ষ্ট্রটফোর্ডের এটর্ণি টমাস গ্রীনের নিকট হইতে তিনি এবিষয়ে যৎসামান্ত অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন, ইহাও হইতে পারে।