পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጳ98 বিষয়ক যাহা কিছু সমস্তেরই জন্ত ইংলণ্ড সেক্ষপীয়রের নিকট যে কত ঋণী তাহা বলিয়া শেষ করা যায় না।” ১৬০৪ খৃঃ অব্দে সেক্ষপীয়র নাট্যশালার সংসর্গ ত্যাগ করিয়া, শেষ জীবনটুকু নির্জনে ষ্ট্রাটফোর্ডে কাটান। থিয়েটারে অভিনয় করা তিনি মনে মনে ঘৃণা করিতেন । তিনি লিখিয়াছেন,— “ Alas, ’tis truc I have gonc here and thcre ভারতী । পৌষ, ১৩১৭ . And made myself a motley to the view.” শেষ দুই তিন বৎসর তিনি কোনো কবিতা লেখেন নাই। ১৬১৬ খৃঃ অব্দের ২৩শে এপ্রিল, র্তাহার জন্ম তারিখেই, তাহার মৃত্যু হয়। ৭ বৎসর পরে তাহার পত্নী ই হলোক ত্যাগ করিলে স্বামীর সমাধির পাশ্বেই তাহাকে সমাহিত করা হয়। শ্ৰীদেবাংগুনাথ চক্রবর্তী । প্রয়াণ । ( প্রাঃম্মরণীয়া ফুেরেন্স নাইটিঙ্গেলের স্বর্গগমনোপলক্ষে ) নিবিড় নদীর-কোলে অপরূপ ইন্দ্ৰধনুসম মলিন এ মহীমাঝে অভিরাম চির-অনুপম, তুমি ফুটেছিলে দেবি,—আপনার স্বৰ্গীয় প্রভায় শুচি-স্নাত করি’ এহি পাপে পূর্ণ, পঙ্কিল ধরায় । হিংসা-দ্বেষ-নিৰ্য্যাতনে নিত্য বিশ্ব র্কাদে হাহাকারে, স্বজন শোনিত পান করে সুখে স্বার্থের আঁধারে ; – এ শ্মশানে শুধু তুমি মৌন প্রেমে, শাস্ত গরিমায় ধ্যানমগ্ন ছিলে বসি’ মরতের মঙ্গল-চিন্তায় ! জগত-জননীসম আৰ্ত্ত-দুঃখে আত্ম-বিস্মরিয়া অসহায় আতুরের সর্ব জাল দিলে জুড়াইয়া ! করে তব শাস্তি-মুধা- মুথে তব সত্ত্বনা সরস, মুমুমু মেলিত আঁখি লভি ভব সস্নেহ পরশ ; আজি ওগো জ্যোতিৰ্ম্ময়ি, কোথা চলি গেলে নাহি জানি। র্তাধারে ছাইছে বিশ্ব তোমা’ বিনা হে দেবি কল্যাণি ! শ্ৰীদেবকুমার রায়চৌধুরী।