পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুsশ বর্ষ, নবম সংখ্যা। কুমারী নাইটিংগেল । .৭৩৫ কুমারী নাইটিংগেল। গত ৪ঠা আগষ্ট তারিখে কুমারী ফ্লরেন্স নাইটিংগেল নবতি বর্ষ বয়সে ইহলোক ত্যাগ করিয়াছেন–র্তাহার দ্যায় পরদুঃখ কাতরা এবং গুশ্রীধাপরায়ণ রমণী দ্বিতীয় কেহ জন্মিয়াছে কিনা সন্দেহ। ১৮২০ খৃষ্টাব্দে র্তাহার জন্ম হয় । র্তাহার দয়া এবং পয়োপকার স্মরণ করিয়া র্তাহার নবতিবর্ষের জন্মদ্বিনে পৃথিবীব প্রায় সৰ্ব্বস্থান হইতেই তাহাকে উপহার প্রেরণ করা হইয়াছিল। তাহারি যত্নে এবং চেষ্টায় চিকিৎসালয়ে পীড়িতের যুদ্ধক্ষেত্রে আহতদিগের শুশ্রীষা এবং চিকিৎসার সুব্যবস্থা ع)ة إي হইয়াছে। বাল্যাবধি কুমারী ফ্লরেন্স বড়ই কোমলহৃদয় ছিলেন। প্রকৃতির তরুলত পশুপক্ষীর সৌন্দৰ্য্য যেমন র্তাহার হৃদয় অাকর্ষণ কবিত তেমনি তাহাদের অসহায় অবস্থা ও তাহার করুণার উদ্রে ক করিত। বনের পাখী, কাঠবিড়ালী তাহার পোষ। হুইয়। যাইত । তিনি সৰ্ব্বদাই তাহদের নিজের হাতে আtছার দিতেন । তাহার মা তার টাট্ট, ঘোড়াটি পোষা কুকুরের মত তাহার সঙ্গে সঙ্গে ফিরিত । বাল্য কালে গ্রামের ধৰ্ম্মযাজকের সহিত তাহার বিশেষ ৰন্ধুত্ব ছিল—এই ধৰ্ম্মযাজকট প্রচার কার্য্যে জীবন উৎসর্গ করিবার পূৰ্ব্বে চিকিৎসা বিদ্যা শিক্ষা করিয়াছিলেন এবং অস্ত্র চিকিৎসায় বিশেষ পারদর্শী ছিলেন । যখনি গ্রামে কোনও পীড়া কিম্বা আকস্মিক বিঘ্ন বিপদ হইত তখনি তিনি সেখানে উপস্থিত থাকিয়া সৰ্ব্বতোভালে তাহীদের সেবা যত্ন করিতেন। কুমারী ফ্লরেন্সও সেই সকল সময়ে उँtशव्र नश्री श्cङन ।। ७झे नभम्र ७कर्छि কুকুর সাংঘাতিকরূপে আহত হয়—কুকুরটি 凶夺9丽 বৃদ্ধ কৃষকের ; সে তাহাকে বড় যত্ন করিত । কিন্তু বিদ্যালয়ের কোন দুষ্ট বালক প্রকাণ্ড প্রস্তরাঘাতে তাহার পিছনের প। ভাঙিয়া দেয় । তাহার যন্ত্রণ দেখিতে ন পারিয়া কৃষক তাহাকে গুলি করিয়া মারিবার ইচ্ছা প্রকাশ কবে । কিন্তু কুমাৰী ফ্লরেন্সের যত্নে সে পুনরায় সুস্থ হইয় উঠে । এই সময় হইতেই আৰ্ত্ত এবং পীড়িতের শুশ্ৰষা কাৰ্য্য রীভিমত শিখিবাব জন্য র্তাহার মন উৎসুক হয় । ই হার কিছুকাল পরে তিনি একবার সৈনিক দিগের হাসপাতাল দেখিতে নেটলিতে যান । সেইথানকার দৃপ্ত এবং কাৰ্য্য প্রণালী দেখিয়। শুশ্রীষা ব্ৰতে জীবন উৎসর্গ করিবার জন্ত তিনি দৃঢ়পংকল্প হইয়া ইহাই জীবনের ব্ৰতম্বরূপ গ্রহণ করেন। ১৮৫১ খৃষ্টাব্দে Kaisn Worth নামক একটি ক্ষুদ্র জৰ্ম্মাণ নগরে তিনি একদল প্রটেষ্টাণ্ট গুশ্ৰiযাকারিণী রমণী দগের সহিত সেবা কার্য্যে যোগদান করেন । পব বংস র ল গুন হালি ষ্ট্রীটে পীড়িত শিক্ষয়িত্রীদিগের সেবাভার গ্রহণ করেন । এবং অল্পদিনের মধ্যেই প্রাণপণ চেষ্ট, যত্ন এবং পরিশ্রমে হাসপাতালের সুবন্দোবস্ত করিয়া তাহার বিশেষ উন্নতিসাধন করেন। এই সময় তিনি লণ্ডন, এডিনবরা, ডবলিন প্রভৃতি প্রধান প্রধান নগরের চিকিৎসালয়ে বিশেষ যত্নসহকারে গুশ্রুষা কার্য্য শিক্ষা করেন। তাছাতে সেই সকল