পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩৮ ভারতী । পৌষ, ১৩১৭ হেঁয়ালি নাট্য ভণ্ড সন্ন্যাসীর বটবৃক্ষতলে বসিয়া গাজ সেবন । ডাকাতীতে অভিযুক্ত রসিকচন্দ্রের প্রবেশ । সন্ন্যাসী । ব্যোম্ ব্যোম্—(গাজ সেবন) রসিক । ( চমকিয় ) কে আবার ! কোথাও দেখছি নিস্তার নাই !—সৰ্ব্বস্থানেই যমদূত । স। শিব-শিব—হর— হর-বোম্। র। তবু ভাল–গোয়েন্দা নয়,—একজন সন্ন্যাসী । বোধ হয় আমারই দলের হবে । (নিকটে গিয়া ) সন্ন্যাস ঠাকুর, প্ৰণাম হই। স। . বোম্—বোম। এই ঠো, তোমার পাস রাখ দেও। ( কিঞ্চিৎ ভষ্ম প্রদান ) র। কেন বাবা ! নাস নিতে হবে । স। নাস না আছে লেকন এ নাশ হয় ; সব পাপ এসিমে নাশ হে যাতা। র। আপনার মত অমায়িক প্রকৃতির লোক আমি আর কোথাও দেখি নাই । স। হাম্কে মাফিক সাধুক সাৎ কৈ কে বাৎ হোতা নেই। লেকন এ খবর কোই কে মৎ বলে,—সব আদমি আনে সে হামকে নাশ কর ডালেগা । র। না ঠাকুর, আমি এ খবর কাকে ও বলব না (স্বগতঃ ) একবার একটা ভৌতিক বিদ্যে শিখে নিতে পারি তাহলে সকলকে মজা দেখাই। স। ( গাজ সেবন ) বোম্—বোম্। র । আচ্ছ, বোম্ বোম্ করেন কেন ? স। এ সব, তোম সমূজেগা নেই। র। তা একটু বলুন না কেন ?—বলতে কি দোষ আছে ? স। এ সব ধরম্ কা বাৎ,—তোম্ সমজেগা নেই। র। র্ত্য ! কি বল্লেন ধৰ্ম্ম ? স। ই, ধাৰ্ম্মিক আদমি এই বাৎ লেতা হয় । র। সৰ্ব্বনাশ ! আপনি তাহলে ধাৰ্ম্মিক ! স। ই হাম্‌ ধাৰ্ম্মিক হায় । র। সৰ্ব্বনাশ ! আপনি ধাৰ্ম্মিক ? স। ই ধাৰ্ম্মিক । H I Virtuous men are always ready to die– তা হলে আপনি মরতে প্রস্তুত ? স। ক, বোলতা ? র। বাবা, বোলতা ও না ভীমরুলও না । স। হাম কুছ সমজুতা নেহি –আচ্ছা করকে বাতাও । র। তা, মরবার সময় কেউ কিছু বুঝতে পারে না, তোমাকে আচ্ছা করে বাতিয়ে কি আর লাভ হবে ? স। হাম্মরেগ কাহে ? র। আtঃ—আপনি যে ধাৰ্ম্মিক বল্লেন । স। ধাৰ্ম্মিক আদ্‌মি তো মর্তা নেহি । র। না বাবা—এখন কলিযুগ—ধাৰ্ম্মিক হলেই মরতে হয়। স। তোমারা ও বাৎ কুঠা হায় । র। না কখনই না। ধাৰ্ম্মিক হলেই আপনাকে মরতে হবে । তা যদি না হয় ত বুঝব আপনি বুটা, আপনার এই ভস্ম ঝুট, তামামৃ সব কুট।। স। আমি সে ধাৰ্ম্মিক আছি না ।