পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । छैश्रृंविट्टे श्ब्रl छांबन्ल८क रुणिग्नांक्षिप्लन “श्रांगांब्र নিৰ্ব্বাণের চাল্লিশত বৎসর পরে, কনিক্ষ নামে এক নরপতি এই দেশে রাজত্ব করিবেন। এই স্থানের সন্নিকটে তিনি এক স্তপ নিৰ্মাণ করিবেন ; তথায় অামার অনেক অস্থি ও চৰ্ম্ম রক্ষিত হইবে।” পিপুল বৃক্ষের দক্ষিণে কনিক্ষনিৰ্ম্মিত একটা স্ত,প আছে। বুদ্ধের নির্বাণের চারিশত বৎসর পরে কনিক্ষ জম্বুদ্বীপ শাসন করিয়াছিলেন। প্রথমে তাহার ধৰ্ম্মাধৰ্ম্ম জ্ঞান ছিল না এবং বৌদ্ধধৰ্ম্মে তিনি আদৌ আস্থাবান ছিলেন না। এক দিবস তিনি জলাভূমি অতিক্রমকালে একটী শ্বেত খরগোস দর্শনে তাহার পশ্চাদ্ধাবণ করিতে থাকেন । খরগোস এই স্থানে আসিয়া সহসা অদৃগু হইয়া যায়। সেই সময় তিনি দেখিতে পান যে এক ৰালক নিকটবৰ্ত্তী বনে তিনফুট উচ্চ এক স্তুপ নিৰ্মাণ করিতেছে। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, “বালক, তুমি কি করিতেছ ” বালক উত্তর করিলেন “পুরাকালে শাক্যবুদ্ধ তাহার বুদ্ধিবলে নিম্নলিখিত ভবিষ্যদ্বাণী করিয়াছিলেন “এই দেশে একজন বিজয়ী রাজা এক স্তপ নিৰ্মাণ করিয়া তথায় আমার স্মরণচিহ্ন রক্ষা করিবেন " বর্তমানই সেই ভবিষ্যদ্বাণী সফল হইবারই প্রশস্ত সময় এবং সেই জন্ত আমি ঙোমাকে এই কাৰ্য্য আরম্ভ করিবার জন্য আদেশ করিতেছি।” এই কথা বলিয়াই বালক অস্তধান করিলেন। চয়ন—ওলন্দাজি উপনিবেশ । ●8创 রাজ। এই আদেশে অত্যন্ত প্রীত হইলেন। বুদ্ধদেৰ ষে ভবিষ্যদ্বাণীতে র্তাহাকে উল্লেখ করিয়াছিলেন এই সংবাদে তিনি নিজেকে সম্মানিত বিবেচনা করিয়া সৰ্ব্বাস্তঃকরণে বৌদ্ধধৰ্ম্ম গ্রহণ করিলেন। বালকের প্রস্তুত গুগ বেষ্টন করিয়া তিনি প্রস্তরের বৃহৎ গুপ নিৰ্মাণ আরম্ভ করিলেন। শু,প যতই নির্শিত হইতে লাগিল বালকের ক্ষুদ্র গুপও ততই বৃদ্ধি পাইতে লাগিল। এই প্রকারের ৪ • • ফুট উচ্চ এরং সাৰ্দ্ধ শত লি ভিত্তি লইয়া স্তপ নিৰ্মাণ করিলেন। কিন্তু উহার স্তপ নিৰ্মাণ শেষ হইলেই রাজা দেখিতে পাইলেন যে সহসা ক্ষুদ্র স্ত,পটা বৃহৎ ভিত্তিমূলে দক্ষিণ পূৰ্ব্বকোণে স্থাপিত হইয়। কনিক্ষ নির্কিত তপ ভেদ করিয়া উখিত হইয়াছে । রাজা এই ব্যাপারে দুঃখিত হইয় তাহার শু,প ধ্বংসের আদেশ প্রদান করিলেন । দ্বিতীয়তল পৰ্য্যস্ত ভাঙ্গা হইলে ক্ষুদ্র স্ত,পটা পুনরায় স্বস্থানে আসীন হইল। কিন্তু উচ্চতায় অন্তটি অপেক্ষ বেশী থাকিল । রাজা নিজ দোষ স্বীকার করিয়া বলিলেন যে দেবতার ইচ্ছার বিরুদ্ধে কোন কাৰ্য্য করা অসন্তব। এই বলিয়৷ তিনি প্রস্থান করিলেন। এই দুইটা শু,প বর্তমানেও দেখিতে পাওয়া যায়। কষ্টসাধ্য ব্যাধি হইলে আৰোগ্য লাভের আশায় লোক এই স্থানে গন্ধদ্রব্য ও পুষ্পেীপহার প্রদান করে এবং ভক্তিপূর্ণচিত্তে প্রার্থনা করে। অনেক স্থলেই পীড়িত আরোগ্যলাভ করে । ক্রমশঃ । ওলন্দাজি উপনিবেশ সম্বন্ধে কতিপয় মন্তব্য। ( ফেলিসিয়া-গুলের ফরাসী হইতে ) বাতাবিয়া—শুক্রবার, ১৯ ডিসেম্বর । ঘবদ্বীপে দ্রুত পরিভ্রমণ করিয়া, লোকের সহিত কথাবার্তা কহিয়, গ্রন্থাদি পাঠ করিয়া, ওলন্দাজের উপনিবেশপদ্ধতি সম্বন্ধে আমার وي যে ধারণা হইয়াছে, যবদ্বীপ হইতে প্রস্থান করিবার পূৰ্ব্বে তাহ লিপিবদ্ধ করিব মনে করিতেছি । আমার বিশ্বাস, এই উপনিবেশ স্থাপনের