পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । অমুকুল এইজন্ত যে, একটা সমস্ত বাণিজ্য সরকারের একচেটিয়া ; প্রজার প্রতিকুল এইজন্য যে, খুব অল্প মজুরীতে চাষৗদিগকে চাষ করিতে বাধ্য করা হয়। এই প্রণালীটি প্রজাপীড়নের উপর প্রতিষ্ঠিত। কিন্তু আশ্চর্য্যের বিষয়-- এই প্রণালী অনুসারে প্রজাদিগের সৰ্ব্বনাশ হওয়া দূরে থাকু, ববং তাহারা প্রভূত ধনশালী হইয় উঠে ; সামাজিক শ্রমের সুশৃঙ্খল বন্দোবস্ত হইতে এইরূপই আর্থিক লভ্য হইয়া থাকে । এই পদ্ধতিটি যেরূপ সরকারের অনুকূল সেইরূপ যদি প্রজারও অমুকুল হইত, যে প্রভূত অর্থ ওলন্দাজেব। আত্মসাৎ করে, তাহ যদি দেশীয় চাষাদিগের ভোগে আসিত, তাছা হইলে অচিবাৎ যবদ্বীপবাসীদিগের অবস্থা অনেকটা উন্নত হইয়া উঠিত সন্দেহ নাই। যবদ্বীপের ভূমি কর্ষণ করিয়া ধনোৎপাদন ও ধনোপার্জনই ওলন্দাজদিগের একমাত্র উদ্বেগু হওয়ায়, এই উদ্দেশ্রেীর সহিত মিল করিয়া তাহার রাজ্যশাসনের সমস্ত খুঁটিনাটিগুলি নিপুণভাবে নিৰ্দ্ধারণ করিয়াছে। এইরূপ হীন উদ্দেগু হইলেও, অনেক বিষয়ে তাহাধের রাষ্ট্রনীতিকে প্রশংসা না করিয়া থাক। যায় না । তাহারা দেশীয় লোকের রীতিনীতি আচার ব্যবহার রক্ষা করিয়া দেশ শাসন করিতেছে। রাজপুরুষেরা যাহাতে দেশের রীতিনীতি সন্মানের চক্ষে দেখিতে পারে এইজন্ত তাহাদিগকে দেশীয় ভাষা শিথিতে বাধ্য করা হয় । দেশের প্রচলিত ধৰ্ম্মের প্রতিও তাহারা সম্মান প্রদর্শন করে । ইহাদের মতো পরধৰ্ম্মসহিষ্ণুতা ও ধৰ্ম্মসম্বন্ধীয় উদাসীনতা আর কুত্ৰাপি দৃষ্ট হয় না। চয়ন-ওলন্দাজি উপনিবেশ ।

  • 8월

ইহার দেশীয় গ্রাম্যমগুলীদিগকে বহুপরিমাণে স্বায়ত্তশাসনের অধিকার প্রদান করিয়াছে । ইহারা চীনের অর্থনৈতিক প্রতিযোগিতা হইতে দেশীয় লোকদিগকে এবং লুব্ধ য়ুরোপীয় উপনিবেশিকদিগের হস্ত হইতে দেশীয় লোকের অধিকৃত কৃষিভূমিকে রক্ষা করিয়াছে। যবদ্বীপের কৃষিভূমি সম্বন্ধীয় বিধিব্যবস্থা একটু নুতন ধরণের। দেশের অধিকাংশ বিস্তৃত ভূখণ্ডের উপর সরকারের স্বত্বাধিকার । প্রজাদের প্রায়ই অস্থায়ী স্বত্ব-কয়েক বৎসরের জন্ত তাহাদের সহিত বন্দোবস্ত করা হয় মাত্র ; কোন কোন জমি ৭৫ বৎসরের জন্ত ইজাব দেওয়া হইয়া থাকে । সরকারই সাধারণের স্বত্বাধিকারের —দেশীয় লোকের স্বত্তাধিকারের রক্ষক ; সুতরাং অন্তায় অত্যাচার হইলে সরকারকে সময়ে সময়ে হস্তক্ষেপ করিতে হয় । একদিকে সর কাবের এই হস্তক্ষেপ করিবার অধিকার, এবং অপরদিকে যুরোপীয় ঔপনিবেশিকদিগের ব্যক্তিগত স্বাধীন উদ্যম—এই উভয়ের মধ্যে যেরূপ সামঞ্জস্তা রক্ষা করিয়া কাজ করা হয় তাহা অতীব প্রশংসনীয় । আমাদের দেশেও কুলপরম্পরাগত চিরস্থায়ী স্বত্বাধিকারের বদলে ক্রমশঃ এইরূপ সীমাবদ্ধ অস্থায়ী স্বত্ত্বাধিকার প্রবৰ্ত্তিত করিতে পারিলে ভাল হয় । রাজ্যশাসনের দিক দিয়া দেখিলেও, ওলন্দাজদিগের বিজ্ঞতার পরিচয় পাওয়া যায় । অব্যবহিত রাজ্যশাসনের লেtভ সম্বরণ করিয়া তাহারা শুধু উপরিতন কর্তৃত্বের (protectorate) ভার গ্রহণ করিয়াছে। প্রত্যেক যুরোপীয় কৰ্ম্মচারীর পাশাপাশি সমপদস্থ এক একজন দেশীয় কৰ্ম্মচারী ও অবশু আছে । আসল