পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(*\8$y ক্ষমতাটা যুরোপীয় কৰ্ম্মচারীরই হাতে ; তবে যে, একজন সমপদস্থ দেশীয় কৰ্ম্মচারীকে তাহার সঙ্গে জুড়িয়া দেওয়া হয়, তাছার অর্থ আর কিছুই নহে-দেশীয় লোকের দ্বারাই দেশ শাসিত হইতেছে এইরূপ একটা ভান করা মাত্র । এইরূপ মধ্যবৰ্ত্তী দেশীয় কৰ্ম্মচারীকর্তৃক যে আদেশ প্রচারিত হয় তাহা প্রজার ভাল বুঝিতে পারে ও তাহ সহজে সম্পাদিত হয়। দেশীয় বিচারকদিগের দ্বারাই বিচারকার্য্য নিম্পন্ন হয়, তবে প্রধান বিচারপতি একজন য়ুরোপীয় ; তিনি দেশীয় ভাষা ও দেশীয় রীতি নীতি সমস্তই জানেন । ওলন্দাজের দেশীয়দিগের প্রতি অবজ্ঞাস্থচক উদ্ধত কর্তৃভাব প্রদর্শন করিলেও, নিজের প্রকৃত স্বার্থের উদ্দেশে, যেরূপ শাসন পদ্ধতি অবলম্বন করিয়াছে তাহ দেশীয়দিগের স্বার্থেরও অনুকুল। এইরূপ উপনিবেশ-শাসনপদ্ধতি অন্ত সকল জাতিরই অনুকরণীয়। খপদ্বীপে ওলন্দাজদিগের, ভারতে ইংরাজদিগের, ও কোচিন-চীন ও টিউনিসে ফরাসীদিগের যেরূপ পরীক্ষালব্ধ অভিজ্ঞতা, তাহাতে জটিল, স্বেচ্ছাচারী, বহুব্যয়সাপেক্ষ অব্যবহিত শাসন অপেক্ষ এইরূপ মধ্যবৰ্ত্তীর দ্বারা শাসন করিবার সাদাসিধা পদ্ধতি যে উৎকৃষ্ট তাহা সহজেই প্রতিপন্ন হয়। মামুষের সম্বন্ধে যেরূপ,—জিনিসের সম্বন্ধেও সেইরূপ ওলন্দাজদিগের ‘কেজো” বুদ্ধির পরিচয় পাওয়া যায়। ভূমি হইতে ধনোৎপাদন করিবার জন্ত তাহারা সুপ্রণালীক্রমে যেরূপ বিজ্ঞানের প্রয়োগ করে তাহা দেখিলে চমৎকৃত হইতে হয়। তাহারা অসংখ্য খাল কাটিয়াছে। তাহার কৃষির উন্নতিসাধন ভারতী । পৌষ, ১৩১৭ করিয়াছে, নুতন-নুতন চাষ প্ৰবৰ্ত্তিত করিয়াছে। কৃষি ও শিল্পবাণিজ্যের প্রতি লক্ষ্য রাখিয় তাহারা বুদ্ধিপূর্বক বৃক্ষাদির অনুশীলন করিয়াছে। কিসে বৃক্ষাদির পরিপুষ্ট হয়, কোন ভূমির কিরূপ শক্তি, কোন সার কোন ভূমির উপযোগী, কোন ভূমির কিরূপ রোগ ও কিরূপ প্রতিকার-সমস্তই তাহার সম্যকৃরূপে আলোচনা করিয়াছে। এই কাৰ্য্যে সরকারের সহিত ব্যক্তিবিশেষেরও সহযোগিতা আছে। Burtenzorg-উস্তানে যে ব্যয় হয় তাহার একতৃতীয়াংশ প্ল্যাণ্টারের দিয়া থাকে ; সরকার প্ল্যাণ্টারদিগকে বীজ, গাছের কলম, এমন কি, মুলধনের অগ্রিম টাকা পৰ্য্যস্ত যোগাইয়া থাকেন। এইরূপ সুনিপুণ ঔপনিবেশিক শাসনপদ্ধতির দ্বারা ওলন্দাজের যবদ্বীপকে বেশ ফলোৎপাদক করিয়া তুলিয়াছে। ৫ • বৎসর পূৰ্ব্বে যবদ্বীপের যেরূপ শ্ৰীবৃদ্ধি হইয়াছিল এখন যে ততটা নাই—সে তাহাদের দোষ নহে । কোন কোন প্রদেশে কাফি-গাছ রোগাক্রাস্ত হইয়া পড়িয়াছে ; সেই সব স্থানে কাফির চাষ রহিত করিতে হইয়াছে । অন্তান্ত ফলোৎপাদক দেশের প্রতিযোগিতায়—বিশেষত ব্ৰেজিলের প্রতিযোগিতায়—চিনি ও কাফির মূল্য কমিয়। গিয়াছে। -- পক্ষাস্তরে, ওলন্দাজদিগের কথন কখন এইরূপ ভয় হয়, পাছে কোন প্রবল রাজশক্তি এই সুন্দর উপনিবেশকে আক্রমণ করে । তাই তাহারা অন্ত কোন রাজশক্তির সংস্রবে বড়-একটা আসিতে চাহে না । যবদ্বীপের অভ্যস্তরে প্রবেশ করিতে হইলে,বৈদেশিককে এইজন্ত ছাড়পত্র দেখাইতে হয়, কেন ভ্রমণ করিতে অtসিয়া:ছ তাহার