পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*& e সম্বন্ধে, একটা বিশেষ আশ্রয়স্থল ও সহায় হইতে পারে। পক্ষাস্তরে, যুরোপীয় শাসনাধীনে, যদি দেশীয় লোকদিগের কোন লাভ না হয়, তাহা হইলে সে শাসন নিতান্ত অষ্টায় বলিয়া পরিগণিত হইবে। কোন যুরোপীয় জাতির সংস্রবে আসিয়া, দেশীয় লোকের বেশী স্বাধীনতা লাভ করিবে, বেশী দ্যায়বিচার পাইবে, বেশী মুখশাস্তি সম্ভোগ করিবে, তবেই উপনিবেশ রাজ্যের সার্থকতা। যদি উপনিবেশ রাজ্যের দেশীয় অধিবাসীরা বিদেশীয় শাসনে উপকৃত হয় তবেই নৈতিক হিসাবে উপনিবেশ রাজ্যাধিকারকে সমর্থন করা যাইতে পারে। যাহারা অন্তায় অত্যাচারের প্রতিকূল, যাহার দেশীয় লোকদিগের দ্যায্য অধিকারের পক্ষপাতী,তাহারা অবশু ওলন্দাজি শাসনপদ্ধতির মূল-ভাবটিকে ভাল বলিয়া গ্রহণ করিতে পারে না। তথাপি দেখা যায়, ভিন্ন আদর্শ অনুসরণ করিয়াও ওলন্দাজের যবদ্বীপে কতকগুলি সংস্কারকে কার্য্যে পরিণত করিয়াছে। যাবায় যেরূপ দেশীয় লোকের আচার ব্যবহার, রীতিনীতি, ধৰ্ম্মের প্রতি সন্মান প্রদর্শিত হয় সেইরূপ সকল উপনিবেশরাজ্যেই হওয়া উচিত ; যাবার দ্যায় সকল উপনিবেশ-রাজ্যেই—কি ব্যক্তিগত, কি সমবেত-সৰ্ব্বপ্রকার স্বত্ত্বাধিকার সংরক্ষিত হওয়া উচিত। যাবার স্থায় সকল উপনিবেশ রাজ্যেই শাসনকাৰ্য্য স্বদেশীয় লোকের দ্বারা নিৰ্ব্বাহিত হওয়া উচিত ; কেবল পরিচালনের কর্তৃত্ব এমন যুরোপীদিগের হস্তে থাকা আবশুক যাহারা দেশীয় ভাষা, দেশীয় রীতি নীতি সমস্তই অবগত আছে। যাবার দ্যায় সকল উপনিবেশ রাজ্যেই অন্ততঃ প্রাথমিক ভারতী । পৌষ, ১৩১৭ আদালতের বিচারকার্য্য দেশীয় বিচারপতি কর্তৃক নিম্পন্ন হওয়া কৰ্ত্তব্য। অনেকগুলি যুরোপীয় উপনিবেশ-রাজ্যে দেশীয়ের যেরূপ কষ্ট পায়, এই সামান্ত নিয়মগুলি প্রয়োগ করিলে অচিরাৎ সেই সব কষ্টের লাঘব হইতে পারে। আর দুই এক শতাব্দীর মধ্যে আরও বড় বড় সমস্ত উপস্থিত হইতে পারে। পৃথিবীতে যে পরিমাণে সুনীতি ও সদনুষ্ঠানের উন্নতি হইবে, সেই অনুসারে, শাস্তি ও দ্যায়ধৰ্ম্মের ভাব সৰ্ব্বত্র প্রসারিত হইবে, উপনিবেশ সম্বন্ধীয় কৰ্ত্তব্যসকল য়ুরোপীয়েরা উত্তরোত্তর আরও ভাল করিয়া বুঝিতে পরিবে । তখন তাহারা বুঝিতে পারিবে, উপনিবেশ গুলি নিত্যকাল পরাধীন থাকিবে—বিধাতার এরূপ অভিপ্রায় নহে। তখন তাহারা দেশীয় লোকের কৃতজ্ঞতা অাকর্ষণ করিয়া, তাহাদিগকে প্রেমের বন্ধনে আবদ্ধ করিবার চেষ্টা করিবে ; এবং দেশীয়ের অধীনতা হইতে মুক্তিলাভ করিলেও সেই প্রেমের বন্ধন বরাবর থাকিয়া যাইবে । তাছার অধীন জাতিদিগকে এতটা সমৃদ্ধ এতটা শিক্ষিত এতটা বলবান করিয়া তুলিবে যে একদিন সেই সকল জাতির অধীনতা ঘুচিয়া যাইবে, তাহারা স্বাধীনতা লাভ করিবে ; মহৎ ভাবের দ্বারা অনুপ্রাণিত হইয়া,এই উপনিবেশরাজ্য-পদ্ধতি পৃথিবীতে শাস্তি স্থাপনের জন্ত সচেষ্ট হইবে ; এবং সেই শুভদিন অগ্রসর করিয়া দিবে যখন সমস্ত জাতি-—সকলেই সমানস্বাধীন—ভ্রাতৃভাবে সম্মিলিত হইয়া • মানব সমাজে শাস্তির রাজ্য বিস্তার করিবে । শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ।