পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, নবম সংখ্যা । শক্তিকে নিপেষিত করিতেছিল । কত শত হতভাগ্য যে বিনা বিচারে, বিনা অপরাধে রুষিয়ার নরকতুল্য ভাষণ কারাগারে অশেষ যাতনার পর জীবন ত্যাগ করিতেছিল এবং শৃঙ্খলাবদ্ধ হইয়া হিমময় চিরতুষারাবৃত মুদুর সাইবিরিয়া প্রদেশে চিরনির্বাসিত হইতেছিল তাহার ইয়ত্ত নাই। তখন ফুর্ভিক্ষক্লিষ্ট হতভাগ্যদের আকুলক্রন্দনে রুধিয়ার আকাশ কাউণ্ট লিও টলষ্টয় । ፃፃሕ পরিপূর্ণ। কত নিরাশ্রয়৷ জননী বাষ্পরুদ্ধকণ্ঠে : নিজের এবং শিশুসন্তানের মৃত্যুকামন করিতেছিল । এইরূপ সময়ে কোন এক ধনীর গৃহে ১৮২৮ খৃষ্টাব্দের ২৮শে অগষ্টে টলষ্টয় জন্মগ্রহণ করেন। কিন্তু বাল্যকালেই তাহার পিতামাতার মৃত্যু হয় এবং কোন এক গৰ্ব্বিত এবং নীচমন আত্মীয়ার হস্তে র্তাহার প্রতিপালনের এবং শিক্ষার ভার পত্তিত হওয়ায়, মাত শিশুর কোমল হৃদয়ে মেহ শিশিরশিক্ত করুণার ও ভালবাসার যে উৎস স্বজন করিয়াছিলেন তাহা অকালে রুদ্ধ হইয়া গেল। ধীরে ধীরে তাহার হৃদয়ে বিলাসিতার ও উচ্ছৃঙ্খলতার ভাব প্রবল হইয়া উঠিল এবং ঐ সকলের বিষময় স্রোতে পতিত হইয়া দিন দিন তিনি ধ্বংসের মুখে প্রবাহিত হইতে লাগিলেন। কিছুদিন পবে তিনি কাজান বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিলেন, এবং বিদ্যাশিক্ষা সম্পূর্ণ না করিয়াই সাময়িক বিভাগে প্রবেশ করিলেন। আৰ্ম্মেণিয়ার যুদ্ধের সময় তিনি তখার