পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b ●8 ভারতী । মাঘ, ১৩১৭ স্বামী রামতীর্থ। স্বামী রামতীর্থ বা গোসাই রামতীর্থ এম,এ, সন ১৮৭৩ খ্ৰীষ্টাব্দে দীপান্বিতার পরদিনে, পঞ্চনদের গুজরানওয়ালা জেলার অন্তর্গত মুরগীওয়ালা গ্রামে, গোসাই হীরানন্দের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। সুবিখ্যাত জ্যোতিৰ্ব্বিদগণ ভবিষ্যৎ গণনা করিয়া বলিয়াছিলেন এই শিশু জীবিত থাকিলে, কালে একজন মহাপুরুষ হইবেন। হিন্দী রামায়ণ প্রণেতা মহাত্মা গোসাই তুলসিদাস ইহার পূর্বপুরুষ। গুজরানওয়ালার গোসাইবংশ ধৰ্ম্মচৰ্য্যার জন্ত চিরদিনই স্বপ্রসিদ্ধ । ইহার বংশপরম্পবাক্রমে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও আফগানিস্থান প্রবাসী হিন্দুদিগের অধ্যাপনা ও পৌরহিত্যকার্য্যে নিযুক্ত। শিষুদিগের গুরুদক্ষিণা ইহাদের পারিবারিক ভরণপোষণের একমাত্র উপায় ও অবলম্বন । বাল্যকাল হইতেই রামতীর্থ একজন স্বামী রীমতীর্থ।