পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, দশম সংখ্যা । ভক্তিপরায়ণ লোক ছিলেন। গ্রামে যে কোন গৃহে “কথকতা”, রামায়ণ পাঠাদি হইত রামতীর্থ তথtয় গমন করিয়া শ্রদ্ধা ভক্তি সহকারে আগ্রহেব সহিত তাহ শ্রবণ করিতেন। মহtভারত রামায়ণ ভাগবত পাঠ শ্রবণ করিয়া বাল্যকাল হইতেই তাহার মনে ধৰ্ম্মভাবের বিশেষরূপে উদ্দীপনা হয় । যাহ! শুনিতেন বা পাঠ করিতেন শ্রদ্ধা সমন্বিত হইয়া বার বার সে বিষয়ে আলোচনা ও চিন্তা করিতেন এবং প্রত্যেক বর্ণনা ও ঘটনা হইতে একটি না একটি আধ্যাত্মিক তত্ত্বলাভ করিতে চেষ্টা করিতেন । দেব মন্দিরের আরতির সময় যখন শঙ্খ ঘণ্টাৰ্ণি বাজিয়া উঠিত তখন রামের প্রাণ আনন্দে মৃত্য করিত । তিনি দেবমন্দিবে প্রবেশ করিয়া প্রতিম দর্শন না করিয়া থাকিতে পারিতেন না । শৈশবকালেই তাহার ভক্তি ভাব ও সুতীক্ষু বুদ্ধির পরিচয় পাইয়া লোকে অবাকু হইয়। যাইত। এখনও তাহার বৃদ্ধ গ্রামবাসিগণ তাহার বুদ্ধিমত্তা, চিন্তাশীলতা নির্জনপ্রিয়তা ও ভক্তিসত্তার কথা উল্লেখ করিয়া থাকেন । শিক্ষালয়ে তিনি শিক্ষকদিগের প্রিয় ছিলেন, সকণেই তাছাকে আদর যত্ন ও শ্রদ্ধা করিতেন। প্রবেশিক পরীক্ষণ হইতে আরম্ভ করিয়া সকল পরীক্ষায় তিনি উচ্চস্থান অধিকার করেন । বি, এ পরীক্ষায় ইনি প্রথম হন এবং অঙ্কশাস্ত্রে এম, এ, দেন । অতি স্বামী রামতীর্থ। bret অঙ্কশাস্ত্রে তাহার বিশেষ ব্যুৎপত্তি ছিল। অঙ্কশাস্ত্র আয়ত্তাধীন করিতে তিনি যথেষ্ট পরিশ্রম করিয়াছিলেন। মুহৃদ্ধর শ্ৰীযুক্ত পুণি সিংহের * প্রমুখাৎ শুনিয়াছি অধ্যয়নকালে তাহার অধ্যাপক একদিন তাহাকে অঙ্ক শাস্ত্রেব একটা জটিল প্রশ্ন সমাধান করিতে দেন। রামতীর্থ দিবারাত্রি পরিশ্রম করিয়াও সেই সমস্ত নির্ণয়ে অক্ষম হইয়া দুঃখে ক্ষোভে ছুরিকা দ্বারা আত্মহত্যা করিতে উস্কত হইয়াছিলেন। অবশেষে অতি পবি শ্রম ও তজনিত অত্যধিক ক্লাস্তিবশতঃ রাত্রি শেষে নিদ্রাভিভূত হইয় পড়েন। নিদ্রাবস্থায় নাকি তাহার নিকট ঐ জটিল প্রশ্নের সুচারু সমাধান প্রতিভাত হয়। পরদিন অধ্যাপক মহাশয় তাহার প্রশ্নের এইরূপ সহজ সমাধান দেখিয়। অবাকৃ হইয় গেলেন। রাম দুই বৎসরের জন্ত লাহোর ক্রিশচীন কলেজের অধ্যাপক ছিলেন এবং কিছুদিনের জন্ত লাহোর ওরিয়েণ্টাল কলেজের পাঠক, (Reader) নিযুক্ত হন। লাহোর গভর্ণমেণ্ট কলেজের তৎকালীন অধ্যক্ষ শ্ৰীযুক্ত বেল সাহেব 1 (Mr. W. Bell) রামতীর্থের গুণের অত্যন্ত পক্ষপাতী ছিলেন । রামতীর্থ প্রাদেশিক শাসনবিভাগে কার্য্য গ্রহণ করেন ইহাই তাহার একান্ত ইচ্ছা ছিল। কিন্তু অঙ্কশাস্ত্রে সুপণ্ডিত রামতীর্থের এ কার্য্য গ্রহণে ইচ্ছা হইল না। র্তাহার বড় সাধ ছিল তিনি অঙ্কশাস্ত্রের লীলাভূমি কেমব্রীজ বিশ্ববিদ্যালয়ে গিয়া সৰ্ব্বোচ্চ স্থান অধিকার করিয়া “নীল ফিত।”

  • * *it fits go, so, oh, Imperial Forest Chemist, স্বামী রামতীর্থের প্রিয়তম শিষ্য তাহার জীবন চল্পিতাখ্যক ও ভtংার গ্রন্থাবলীর সম্পাদক ।

4 goa Director, Public Instruction, Punjab.