পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

アうや2 অগ্নিকুণ্ড প্রজ্বলিত হইতেছে, কত শত বনাগ্নি সংঘটিত হইতেছে তাহাতে বায়ু সংশোধিত হইতেছে না আর আৰ্য সমাজে কয়েকটা হোম যজ্ঞ করিলেই বায়ু পংিস্কৃত হইয়। যাইবে ইহা অতি অবৈজ্ঞানিক কথা, অতি অসত্য কথা।” অনেকে বিদেশে গিয়া এদেশের কুরীতি ও কুনীতি সকলের বৈজ্ঞানিক ব্যাপ্য কবিয়া আপনাদগের গৌরব করিয়া থাকেন, কিন্তু স্বামী রাম এ সব ঘৃণা কবিতেন । ভারতী । মাঘ, ১৩১৭ যাহা লইয়া ভারতের যথার্থ মহত্ব সেই শাশ্বত সত্যের উপব দণ্ডায়মান ই ইয়া স্বামী রাম মাতৃ ভূমির গেীবর বুদ্ধি করিয়াছিলেন । এমন ধাৰ্ম্মিক, বিনয়ী, সত্যপরায়ণ, সরলতার সৌম্যমূৰ্ত্তি স্বদেশ ভক্তের অকালমৃত্যুতে ভারতের কত ক্ষতি হুইয়াছে, তাহ। ভগবানই জানেন । লীলাময় বিধা তার লীলা কে বুঝিবে ? শ্ৰীসুরেন্দ্রনাথ মিত্র। পরীক্ষার্থী পাস কোবতেই হলে এই মনে কোরে যখন সুরেশ তার ছোট পড়বার ঘবটির দরজা জানলা খুলে দিয়ে ‘ভবিাযুক্ত' হোয়ে পড়তে" বসল, তখন সবে ভোর হয়েচে । দরজাব ভিতর দিয়ে জানালার ফাক দিয়ে প্রভাতেব বায়ু, অনন্ত পুরুষের আশীৰ্ব্বাদেব মত, অবাধে ঘরে প্রবেশ করে তার সর্বাঙ্গে কোমল স্পর্শ বুলিয়ে গেল । সুরেশ আনমনে সাইকলজির পাতা উলটাতে লাগল। ভোর যে হয়েচে সে কথা পার্থী বা প্রথম রটিয়ে দিলে । পার্থীর প্রভাতী সঙ্গীত রক্তেব প্রবাহের মত তার শিরায় শিরায় ছুটে গেল। সে মাথা তুলে চেয়ে দেখলে, ছোট ছোট শাদী শাদ ; মেঘ আকাশময় ছড়িয়ে পড়ে আছে । যখন তাদেব উপর সুর্য্যের কিরণ এসে পড়ল তখন মনে হল যেন বিস্ময়ে ও অনন্দে আকাশ রোমাঞ্চিত হোয়ে উঠেছে। প্রভাতের আসার সংবাদ ক্রমে পৃথিবীর কাছে এসে পৌছল। গাছগুলো হাত পা মেলতে লাগল, পাতাগুলো বাতাসের উপর ভর দিয়ে দাড়িয়ে নিজেদের শরীর দোলাতে লাগল, ফুলের কুঁড়ি জগতের প্রাণের ভিতর ঢোকবার জন্তে সৌরভ নিয়ে বেরিয়ে এল। পথ দিয়ে দু’একটা লোক চলতে অরম্ভ করলে । পৃথিবীর লোক কাজের জন্য ছুটল। একাজের কি শেষ নেই ? কি নিৰ্ম্মম কাজ। সুখ দুঃখ রাখবার ঠাই নেই, হদয়ের পানে তাকাবার অবসব নেই, প্রাণের প্রতি সুবিচার কোরবার সুযোগ নেই। কি নিষ্ঠুর কাজ ! বিয়োগবিধুব জননী নিঃশব্দে চোখের জল মুছে গৃহকাজে রত হলেন, পতিহীন৷ রমণী মানব আগুণ চাপ দিবার জন্ত উননের আt গুণ জাললেন, শোক সস্তপ্ত পিতা পুত্রশোক ভুলবার জন্তে সাংসারিক হিসাবে মনোনিবেশ কোরণে ন । এত দুঃখ এ পৃথিবীতে, এত কষ্ট এ জীবনে ! দু’পাত সাইকলজি পড়ে কি এ দুঃখ দূব হবে, এক চ্যাপটার লজিক কি এ কষ্টের অপনোদন কোরবে ! সুরেশ বই ফেলে রেখে পৃথিবীর