পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪শ বর্ষ, সপ্তম সংখ্যা । সন্ন্যাসী । 6 స్త్రీ) সন্ন্যাসী । Y ঘাটের ধারে বৃদ্ধ বটগাছের ছায়ায় যে জীর্ণপ্রায় পরিত্যক্ত কুটার বহুদিন শূন্ত পড়িয়াছিল, হঠাৎ একদিন প্রাতে গ্রামবাসীগণ বিস্থিত হইয়া দেখিল, সেখানে এক সন্ন্যাসী ! রং গৌরবর্ণ, মাথায় দীর্ঘ জটা, পরণে জীর্ণ বস্ত্রখণ্ড ; এই সন্ন্যাসী একদিনের মধ্যেই সমগ্র গ্রামবাণীর কৌতুহল আকর্ষণ করিল। সন্ন্যাসী বৃহৎ অগ্নিকুণ্ড জালাইয়া সমস্তদিন ধরিয়া হোম করে, মাথার উপর রৌদ্র যখন খর হয় তখনও তাহার বিরতি নাই, এবং সব চেয়ে বিস্ময়ের বিষয় এই যে, ভোজনের জন্ত তাহার কোন প্রয়োজন বা চেষ্টার লক্ষণ cाथ शांघ्र नां । এত বড় একটা অদ্ভুত প্রাণী সচরাচর মেলে না—বিশেষ এই ললিতগারে । গ্রামবাসীরা সমস্ত দিন তাহার দুয়ারে ভিড় করিয়া দাড়াইয়া রহিল, অবশেষে বেলাঅবসানেও যখন তাহারী কিছুতে সন্ন্যাসীর লক্ষ্য আকর্ষণ করিতে পারিল না, তখন ফিরিয়া গেল । R পরদিন এক বৃদ্ধ আসিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিয়া ডাকিল, “ঠাকুর”— সন্ন্যাসী কছিল, “কি ?” *আপনি কে আমাদের দয়া করে এথেনে এসেছেন?” সন্ন্যাসী একটু হাসিল, "আপনদেরই মত মামুঘ—বোধ হয় তাও নয়—” বৃদ্ধ জিভ কাটিল,“অমন কথা বলবেন না —আপনি দেবতা—” হোমেব আগুণ লকৃ লক্ করিয়া উঠিল, সন্ন্যাসী কহিল, "মা, যাকে তাকে দেবতা বলে পাপের ভাগী করবেন না—দেবতা কি সহজে झग्न ?” বৃদ্ধ আর একবার গড় করিল, “একটা কথা বলব ?” সন্ন্যাসী কছিল, “বলুন”— “আপনার সেবার জন্তে কিছু এনেছি, যদি দয়া কবে গ্রহণ করেন”—বলিয়া একথাল অন্ন এবং অন্তান্ত ভোজ্য সন্ন্যাসীর সম্মুখে রাখিল । সন্ন্যাসীর মুখে আবার হাসি দেখা দিল, “গ্রহণ করব বৈ কি মা ! পরের দেওয়া অন্নে আট বৎসর উদর পুৰ্ত্তি কচ্ছি, আজ আর তা নইলে আমার চলে না।” সেইদিন হষ্টতে প্রত্যহ সন্ন্যাসীর জন্ত অন্ন দিয়া যাইত । গ্রামবাসীগণ vరి সন্ন্যাসীর কুটির হইতে খানিকটা দূরে জমিদার বিপিনবাবুর বাটি। নবীন যৌবনে বিপিনবাবুর উদাম চরিত্রের কথা দেশবিদেশে রাষ্ট্র হইয়া গিয়াছিল। তাহার পর সহসা একদিন কোথা হইতে তিনি কাহাঁকে বিবাহ করিয়া আনিয়া কলিকাতাবাসী হইলেন। চার-পাঁচ বৎসর কলিকাতায় থাকার পর যখন তিনি দেশে ফিরিয়ে ন,—তখন তাহার সঙ্গে আসিল তাহার স্ত্রী ও র্তাহার ছোট ফুটফুটে মেয়ে মন্দা । এই বিবাহ সম্বন্ধে কি একটা গোলযোগ