পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩১৭.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**や কৰ্ত্তব্য । এরূপ চেষ্টা পূৰ্ব্বেও দুইবার হইয়াছিল, কিন্তু লর্ড এলগিন ও লর্ড কর্জন উভয়েই কংগ্রেসের প্রতিনিধির সহিত সাক্ষাৎ করিতে অস্বীকার করেন । সৌভাগ্যবশতঃ লড হার্ডিং সঙ্কীর্ণ মতাবলম্বী নহেন। ওয়েদারবর্ণ সাহেব তাহার নিকট এইরূপ প্রতিলিধি প্রেরণের অভিলাষ জ্ঞাপন করায় তিনি উহার সম্মতি জানাইয়াছিলেন এবং গত ৫ই জানুয়ারি প্রাতে ভারতের বিভিন্ন প্রদেশের নেতৃগণ ও কংগ্রেসের ভূতপূৰ্ব্ব সভাপতিগণ ওয়েদারবর্ণ সাহেবকে সঙ্গে লইয়া বড়লাটের প্রাসাদে যাইয়া তাহাকে অভিনন্দন করিয়া আপনাদের অভাব জ্ঞাপন नॉब्र ऍड्रेलिग्नभ ७८ङ्गलांब्रव4 । ভারতী । মাধ, ১৩১৭ করেন । লড হাডিং যেরূপ ভদ্রতা ও উদারতার সহিত উহাদের প্রস্তাবের উত্তর দিয়াছেন, তাহাতে আমরা অtশা করিতে পারি সাধারণের সমবেত ভিক্ষাকে তিনি কঞ্জনের স্থায় পদাঘাত করিবেন না। লর্ড হাডিং স্পষ্টতঃ যে তঁtহাদের কোন কথা কাৰ্য্যে সম্পন্ন করিতে প্রতিশ্রুত হইয়াছেন তাহ। নহে, বরং বলিয়াছেন কতকগুলি বিষয় কৰ্ম্মে পরিণত করিতে হইলে অতিরিক্ত ব্যয়ের আবিস্তক। তবে দেশের অভাবটাকে যথার্থ অভাব বলিয়া স্বীকার করিতে তিনি কুষ্ঠিত হন নাই, এবং যথাসস্তৰ সহানুভূতির সহিত তাহা দূর করিতে ষে তিনি যত্ন করিবেশ তাহারও আভাষ দিয়াছেন । যtহা হউক এতদিনে গবমেণ্ট ষে কংগ্রেসকে প্রাহা করিলেন, ইহাই আমাদের পরম লাভ বলিতে হুইৰে । জাতীয় মহাসমিতির অধিবেশনের পরে শিল্পসমিতি, fহন্দুমুসলমান fলনসমিতি, সমাজ সংস্কার সমিতি, নারী সমিতি ও আরও দুই একটি সমিতির অধিবেশন হয়। শিল্প সমিতির সভাপতি হইয়া শ্র.দ্ধয় শ্রীরাজেন্দ্রনাথ মুঙ্গেপাধ্যায় মহাশয় যাহা বলিয়াছেন, র্ত হার সকল কথার সহিত অমর। একমত হইতে ন পাkিলেও, তাহা তাহার স্কার বিজ্ঞ ব্যবসাfবশারদের যোগ্যই হইয়াছে সে বিষয়ে मन्नििश नiं ।। ॐiइtब्र छ्झुनःि। প্রস্তাব বিশেষ উল্লেখ যোগ্য । একটি সমগ্র ভারতর গুপ্ত এক বিরাট শিল্প বিদ্যালয় প্রতিষ্ঠ1;